ঈশ্বরদীতে জয়িতাদের সংবর্ধনা প্রদান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

0
2157

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা, গড়াইনিউজ২৪.কম:: ঈশ্বরদী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় ঈশ্বরদী উপজেলার ৫ জন নারীকে বৃহস্প্রতিবার দুপুরে সংবর্ধনা প্রদান ও বিভিন্ন বিষয়ের উপর জয়িতা পুরষ্কার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু। ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামিম আকতারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বিশ্বাস রিপন, ছলিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু ও দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার। অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক নুরুন্নাহারকে জয়িতা পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা। বক্তারা বলেন, নারীর ক্ষমতায়নে নারীদের উৎসাহিত করার জন্য সারাদেশের মতো ঈশ্বরদীতেও জয়িতা পুরষ্কার প্রদান করা হচ্ছে। এদেশের নারীরা আত্মনির্ভরশীল হয়ে ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে চলেছেন। অতিতে নারীরা অবহেলিত ছিল। নারীরা এখন ঘর সংসার বা ছেলে-মেয়ে নিয়ে ব্যস্ত থাকেন না। নারীরা এখন আর পিছিয়ে নেই। পুরুষের পাশাপাশি সকল ক্ষেত্রেই নারীরা সমান ভাবে কাজ করে চলেছেন। চাকুরী কিংবা ব্যবসা ক্ষেত্রে নারীরাও একধাপ এগিয়ে। দ্রব্যমূল্যের বাজারে নারী-পুরুষ দুজনে মিলে কাজ করলে সংসারে স্বচ্ছলতা ফিরে আসবে। অভাব অনটন পালিয়ে যায়। আনন্দে ভরে উঠে সংসার।