পত্নীতলায় মেশিনের মাধ্যমে ধান কর্তন দিবস অনুষ্ঠিত

0
1231
Exif_JPEG_420

রাকিব রায়হান তরফদার, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: নওগাঁর পত্নীতলায় চাষী পর্যায়ে উন্নতমানের বীজ উৎপাদন ও মেশিনের মাধ্যমে ধান কর্তন দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার নজিপুর ইউনিয়নের বেংডোম গ্রামের চাষী পর্যায়ে মেশিনের মাধ্যমে ধান কর্তনের অনুষ্ঠানে উপজেলা সদর নজিপুরের “কৃষি কাজে ব্যবহৃত যাবতীয় খুচরা ও পাইকারী বিক্রেতা” ইমরান ইন্টারন্যাশনাল এর সত্বাধিকারী মো: ইমরান সুলতানের বিদেশ থেকে আমদানিকৃত ছোট আকারের ও স্বল্প সময়ে এবং অল্প খরচে মেশিনের মাধ্যমে ধান কর্তন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা সালেহ আহমেদ, নওগাঁ জেলা কৃষি উপ-পরিচালক সত্যব্রত সাহা, পত্নীতলা উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, পত্নীতলা উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা জালাল হোসেন, নজিপুর প্রেস ক্লাব সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, সাংবাদিক টিপু সুলতান। চাষীদের মধ্যে নজিপুর ইউনিয়নের বেংডোম গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, সাবেক ইউপি সদস্য জাহিদুল ইসলাম, ফজলুর রহমান, খাদেম আলী, রইচ উদ্দীন, রবিউল ইসলাম, ইমরান হোসেন প্রমুখ।