সুন্দরবনে সাগরে ১৬ ট্রলার ডুবে ১৩০ জেলে নিখোঁজ

0
1204

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস, গড়াইনিউজ২৪.কম:: সুন্দরবনের দুবলার চরের কাছে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে শনিবার রাতে ১৬টি ট্রলার ডুবে  ১৩০ জেলে নিখোঁজ হয়েছেন।বাগেরহাটের শরণখোলা ট্রলার মালিক সমিতি সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল শনিবার সকালে গভীর সমুদ্রে ঝড়ো হাওয়ায় ট্রলার নিখোঁজের ঘটনা ঘটলেও আজ রবিবার দুপুর পর্যন্ত ট্রলারসহ জেলেদের কোন সন্ধ্যান পাওয়া যায়নি। নিখোঁজ ট্রলারগুলো হলো- এফবি নুর ভানু, এফবি তামান্না, এফবি আবদুল্লাহ, এফবি মেহেরিন, এফবি নুমানা ও এফবি মায়ের দোয়া। শরণখোলা জেলে ও মৎস্য সমবায় সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন জানান, ডুবে যাওয়া ট্রলারের মধ্যে বরগুনার আসলামের মালিকানাধীন এফবি ভাইভাই ট্রলারের১২ বাগেরহাটের শরণখোলা উপজেলার জামাল খাঁ’র     মালিকানাধীন ট্রলারের ৩ এবং অন্য ৫  ট্রলারের ১৫   সুন্দরবনে  সাগরে ১৬ ট্রলার ডুবে১৩০ জেলে নিখোঁজ। ডুবে যাওয়া অপর ১৬টি ট্রলারের জেলেদের উদ্ধার করেছে অন্য জেলোরা। এ ব্যাপারে  শরণখোলা জেলে ও মৎস্য সমবায় সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন জানান, সুন্দরবনের দুবলার চরের কাছে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে শনিবার রাতে ১৬টি ট্রলার ডুবে ১৩০ জেলে নিখোঁজ হয়েছে নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। নিখোঁজ জেলেদের বাড়ি বরগুনা এবং বাগেরহাট জেলার বিভিন্ন গ্রামে।

তিনি আরও জানান, ট্রলার নিখোঁজের খবর তাৎক্ষণিক কোস্টগার্ডের পশ্চিম জোনকে জানানো হয়েছে। তারা ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য চেষ্টা শুরু করেছে বলে জানান তিনি। এ দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া কটে যাওয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে মংলা বন্দর। বন্দরের অভ্যান্তরীণ রুটে রোববার দুপুর থেকে চলাচল শুরু করে পন্যবাহী নৌযান। টানা দু’দিন বৃষ্টি আর দূযোর্গপূর্ণ আবহাওয়ার পর সীমিত আকারে বাণিজ্যিক জাহাজের খালাস-বোঝাই চলছে। বন্দরের হারবার বিভাগ জানায়, পশুর চ্যানেল ও বন্দর জেটিতে সার ও ক্লিংকারসহ পণ্য বোঝাই ১২টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে।