সুন্দরবনে বনদস্যুরা মুক্তিপণের দাবিতে ৭ জেলেকে অপহরণ করেছে

0
1811

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস, গড়াইনিউজ২৪.কম :: সুন্দরবনের চাদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ৭ জেলেকে অপহরণ করেছে বনদস্যু সামছু বাহিনী। আজ শুক্রবার ০৪ নভেম্বর ভোরে তাদেরকে অপহরণ করা হয়। অপহৃত জেলেদের মুক্তিপণের জন্য জনপ্রতি ২০ হাজার টাকা করে দাবি করেছে এই দস্যু বাহিনী। স্থানীয় জেলে-মহাজন এ তথ্য নিশ্চিত করেছে।
অপহৃত জেলেদের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলা এলাকায়।

জেলে-মহাজনরা জানায়, ভোরে তাম্বুলবুনিয়া এলাকায় মাছ শিকার করছিল জেলেরা। এ সময় সামছু বাহিনীর সদস্যরা জেলেবহরে হামলা ও লুটপাট চালায়। দস্যুরা জেলেদের ট্রলারে থাকা মাছ, জালসহ অন্যান্য মালামাল লুটে নেওয়ার পাশাপাশি জনপ্রতি ২০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। জেলে অপহরণে বিষয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. এম ফরিদুজ্জামান গড়াইনিউজ২৪.কম কে বলেন, জেলে-মহাজনের পক্ষ থেকে আমাদের জানানো হলে কিংবা অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।