ঈশ্বরদীতে কৃষকদের সাথে মতবিনিময় করলেন হটিকালচার উইং’র পরিচালক কুদরত-ই গণি

0
1399

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা, গড়াইনিউজ২৪.কম :: কৃষকদের সাথে কৃষি বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের চাঁদ আলী মোড়ের কেন্দ্রিয় অফিসে শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেরা এবং স্বনাম ধন্য কৃষকেরা এই মতবিনিময় সভায় অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ কুদরত-ই গণি পরিচালক হটিকালচার উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা।
বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির কেন্দ্রিয় সভাপতি ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক ছিদ্দিকুর রহমান কূল ময়েজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ বিভূতী ভূষণ সরকার উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনা, কৃষিবিদ মোঃ আজাহার আলী উপ-পরিচালক হটিকালচার সেন্টার টেবুনিয়া পাবনা, ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রওশন জামাল ও ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুম বিল্লাহ ।
এছাড়া আরও বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু জাতীয় স্বর্ণ পদক প্রাপ্ত কৃষক নুরুন্নাহার বেগম, বঙ্গবন্ধু জাতীয় মৎস্য পদক প্রাপ্ত কৃষক হাবিবুর রহমান মাছ হাবিব, বঙ্গবন্ধু জাতীয় পদক প্রাপ্ত কৃষক আমিরুল ইসলাম, কৃষক উন্নয়ন সমিতির কেন্দ্রিয় মহিলা বিষয়ক সম্পাদক কৃষাণী বেলী বেগম, হাসিবুর রহমান বাঘা বিশ্বাস, চেনু সরদার, আবু তাহের ও আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক জাতীয় কৃষক আব্দুল জলিল কিতাব মন্ডল ।
বক্তারা বলেন, আমাদের দেশ কৃষির উপর এদেশ নির্ভরশীল। এদেশের ৮০ ভাগ মানুষ কৃষক এছাড়াও অনেকেই কৃষির সাথে জড়িত। একমাত্র কৃষিই এদেশকে একধাপ এগিয়ে নিয়েছে। আধুনিক কৃষির কারণে বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। দেশে নতুন নতুন ফসলের চাষ ক্রমান্বয়ে বেড়েই চলেছে। দেশে সকল শ্রমজীবি ও পেশাজীবিদের সংগঠন থাকলেও কৃষকদের শক্তিশালী কোন সংগঠন নেই। কৃষকেরা রোদ-বৃষ্টিতে ভিজে মাঠে ফসল ফলানোর পরেও তারা আজ অবহেলিত। বক্তারা আরও বলেন, কৃষকদের দুঃখ-কষ্ট শুধু কৃষকেরাই বুঝতে পারেন। তাই কৃষকদের শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে সর্ব্বোচ্চ পর্যায়ের জনপ্রতিনিধির কোটা থাকতে হবে। কৃষকদের ছেলে-মেয়েদের কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোটা রাখতে হবে।