কুষ্টিয়ার দৌলতপুরের অভিযান চালিয়ে সাড়ে ৫লাখ টাকার মাদকসহ আটক ৩

0
1219

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম::  কুষ্টিয়ার দৌলতপুরের পৃথক অভিযানে ৫৩ গ্রাম হেরোইন, ৪১ বোতল ফেন্সিডিল নাসিমা খাতুন, শহীদুল ইসলাম ওরফে সাইদুল ও তরিকুল ইসলামকে নামের তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। আটককৃত নাসিমা খাতুন উপজেলার আল­ারদর্গা চামনাই এলাকার আশরাফুল ইসলাম খোকনের স্ত্রী, শহীদুল ইসলাম ওরফে সাইদুল একই উপজেলার বড়গাংদিয়া এলাকার র“স্তম আলীর ছেলে ও তরিকুল ইসলাম খলিশাকুন্ডি এলাকার কিয়াম উদ্দিনের ছেলে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে শনিবার দুপুরে দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, দৌলতপুর উপজেলার আল­ারদর্গা চামনাই এলাকার মতিয়ার রহমানের ছেলে মাদক ব্যবসায়ী মাহবুবুর রহমান জৌতি ও মহসিন আলী টিপুর বাড়ীতে হেরোইন রেখে ব্যবসা করে থাকে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালায়। এবং তার ভাই আশরাফুল ইসলাম খোকনের বাড়ী থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করি। এসময় আশরাফুল ইসলাম খোকন কারাগারে থাকায় তার স্ত্রী নাসিমা খাতুনকে আটক করা হয়। এদিকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা পৃথক অভিযানে একই উপজেলার বড়গাংদিয়া এলাকার র“স্তম আলীর ছেলে শহীদুল ইসলাম ওরফে সাইদুলকে ৩গ্রাম হেরোইন ও খলিশাকুন্ডি এলাকার কিয়াম উদ্দিনের ছেলে তরিকুল ইসলামকে ৪১ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা আরও জানান, কুষ্টিয়া জেলার সবথেকে বড় মাদক ব্যবসায়ী দৌলতপুর উপজেলার আল­ারদর্গা চামনাই এলাকার মতিয়ার রহমানের ছেলে আশরাফুল ইসলাম খোকন, মাহবুবুর রহমান জৌতি ও মহসিন আলী টিপুর দৌলতপুর সীমান্ত দিয়ে মাদকের বড় বড় চালান নিয়ে আসে। এরা দীর্ঘদিন ধরে ভারত থেকে পাচার করে আনা মাদকদ্রব্য কুষ্টিয়া ও আশপাশ জেলাসহ রাজধানীতে বিভিন্ন পাইকারী মাদকব্যবসায়ীদের কাছে বিক্রয় করে থাকে। জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তারেক মাহমুদ বাদী হয়ে দৌলতপুর থানায় আটককৃত তিনজনসহ পলাতক ২জনের নামে মামলা দায়ের করেন।