কুষ্টিয়া জেলা পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হলেন মোঃ সেলিম হক!

0
356
কুষ্টিয়া জেলা পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হওয়ার পরে বিজয়ের মালায় ও শুভেচ্ছায় সিক্ত মোঃ সেলিম হক। ছবি: গড়াইনিউজ

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ৫ নং ওয়ার্ডে মোঃ সেলিম হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ১ টি পৌরসভা ও ১টি উপজেলা এবং ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত ৫নং ওয়ার্ডে (পুরুষ) সদস্য পদে অটোরিকশা প্রতীক নিয়ে মোঃ সেলিম হক ৪৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আতিয়ার রহমান টুকু বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৪১ ভোট। এর আগে সিসি ক্যামেরা মনিটরিংসহ ইভিএমের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৯টায় কুষ্টিয়া জেলার ৬টি উপজেলায় একযোগে শুরু হয় এই ভোট গ্রহণ। সকাল ১০টায় কুমারখালী আদর্শ মহিলা ড্রিগী কলেজ কেন্দ্র পরিদর্শনে আসেন রিটার্নিং অফিসার সহ জেলা প্রশাসক ও কুষ্টিয়া পুলিশ সুপার। ভোট গ্রহন শেষ হয় বেলা ২টায়। পরে রেজাল্ট ঘোষনা করা হলে কুমারখালী ৫ নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয় মোঃ সেলিম হক। নির্বাচিত হওয়ার পরে সেলিম হক জানান, ভোট খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয়ভাবে সিসি ক্যামেরার মাধম্যে মনিটরিং করা হয়েছে ভোট কেন্দ্র। নির্বাচনকে সুষ্ঠু করতে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন ছিলো। এ ধরনের ভোট হলে আগামী জাতীয় নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সেলিম হক বলেন, আমি বলেছিলাম আমি যদি সদস্য নির্বাচিত হয় তাহলে প্রত্যেকটি ইউপি মেম্বার ও চেয়ারম্যানদের সঙ্গে উন্নয়নমুখী কর্মকান্ড সম্নীত হয়ে কাজ করবেন। তিনি তার প্রতিশ্রæতি বজায় রাখবেন বলে এই আশাবাদ ব্যক্ত করেন এবং তার প্রতিটি ভোটারদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।