দিনাজপুরে নকল প্রসাধনী বিক্রয়ের অপরাধে ২ ব‍্যক্তির জরিমানা!

0
361
চন্দন মিত্র, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে নকল প্রসাধনী বিক্রয়ের অপরাধে দুই ব‍্যাক্তিকে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম‍্যমান আদালত। ১ আগষ্ট সোমবার দিনাজপুর জেলার সদর উপজেলায় নকল কসমেটিকস বিক্রয়ের অপরাধে দুইজন ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা করেন ভ্রাম‍্যমান আদালতের বিচারক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মমতাজ বেগম।ব‍্যবসায়ি দুজনই শিক্ষার্থী। চকবাজার পাইকারি গ্রুপ নামক অনলাইন এর মাধ্যমে বিভিন্ন নিম্নমানের কসমেটিকস সামগ্রী বাজারজাত করে আসছিলোএই দুজন। ভবিষ্যতে এধরনের কাজ করবেনা মর্মে মুচলেকা নিয়ে তাদের সতর্কীকরন করা হয়। সেই সাথে দেড় লক্ষাধিক মূল্যের নিম্নমানের পণ্য ধ্বংস করা হয়। এসময় ভ্রাম‍্যমান আদালতের দায়িত্বে নিয়োজিত বিচারক মমতাজ বেগম বলেন, আমরা যারা বিভিন্ন প্রসাধনী ব্যবহার করি, ব্যবহার শেষে দযা করে মোড়কটা সম্পূর্ণ ধ্বংস করে তারপর ডাস্টবিনে ফেলুন। কারণ এসব মোড়ক পুনরায় ব্যবহৃত হয় নিম্নমানের পণ্য বাজারজাত করণের জন্য। তখন মোড়ক দেখে নকল যাচাই এর কোনো সুযোগ থাকেনা।