আমাদের সঙ্গে আসতে হলে বিএনপিকে পুরো পাল্টাতে হবে

0
2068

গড়াইনিউজ২৪.কম:: রামপাল বিদ্যুৎকেন্দ্রবিরোধী কমিটির আন্দোলনে বিএনপি অংশ নিতে চাইলে দলটিকে সব নীতি পাল্টে ফেলতে হবে- বলেছেন তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ। বলেছেন, ক্ষমতায় থাকাকালে বিএনপি নানা সময় দেশবিরোধী নীতি গ্রহণ করেছে এবং এই দলটির সঙ্গে ঐক্যের কোনো সুযোগ নেই। সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন জাতীয় কমিটির নেতারা। রামপাল নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় এই সংবাদ সম্মেলন ডাকা হয়। এতে জাতীয় কমিটির নেতারা বলেন, তাদের দাবির সঙ্গে সব দলের নেতা-কর্মীদের সমর্থন আছে। তবে বিএনপির সমর্থন তারা চান না। বাগেরহাটের রামালে এক হাজার ৩২০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে গত বুধবার সংবাদ সম্মেলন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রামপালবিরোধী আন্দোলনে বামপন্থিদের প্রতি সমর্থন আছে তার দলের। জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে তাদের আন্দোলনে বিএনপির সমর্থনের বিষয়টি নিয়ে জানতে চান সাংবাদিকরা। জবাবে জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহম্মদ বলেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে বিএনপির সঙ্গে কোনো ঐক্য নয়। তারা সমর্থন জানাতে পারে। কিন্তু এ বিষয়ে আমাদের করার কিছু নেই।’ আনু মুহম্মদ বলেন, ‘বিএনপি ক্ষমতা থাকাকালে জাতীয় স্বার্থবিরোধী প্রকল্প নীতি গ্রহণ করেছে। আমাদের সঙ্গে বিএনপি আন্দোলন করতে হলে তার পুরো রাজনৈতিক নীতিমালাকে পরিবর্তন করতে হবে। তবে তাহলে তো বিএনপি আর বিএনপি থাকে না।’ গত শনিবার ডাকা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জাতীয় কমিটির আন্দোলনে খালেদা জিয়ার ইন্ধনের অভিযোগ আনেন। বলেন ‘এতদিন ভাবতাম, তারা কেন আন্দোলন করেছে। অবশেষে থলের বেড়াল বের হয়ে এসেছে। তিনিই তাদেরকে ইন্ধন দিয়ে মাঠে নামিয়েছেন।’ প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জবাবে আনু মুহাম্মদ বলেন, ‘খালেদা জিয়ার সমর্থন দেয়ার ঘটনাকে প্রধানমন্ত্রী একটি জনপ্রিয় আন্দোলনে কালি মাখানোর সুযোগ হিসাবে গ্রহণ করেছেন। …১০ বছর আগে বিএনপি-জামায়াতের সরকার ফুলবাড়ীতে গুলি চালানোর পর মানুষ যখন গণঅভ্যুত্থানে অপ্রতিরোধ্য হয়েছিল তখনই আওয়ামী লীগ আন্দোলনে সমর্থন দিয়েছিল। সে সময় বর্তমান সরকারের মতোই তৎকালীন সরকার থলের বেড়াল তত্ত্ব হাজির করেছিল, আন্দোলন নিয়ে নানা কুৎসা রটনা শুরু করেছিল।’ প্রধানমন্ত্রী সম্ভাবনা নাকচ করলেও রামপাল বিদ্যুৎকেন্ত্র নিয়ে তার সঙ্গে বৈঠকের আগ্রহের কথা জানিয়েছেন জাতীয় কমিটির নেতারা।