কুষ্টিয়ার নারী উদ্যোক্তা (কুনাউ’র) পিঠা উৎসব শুরু!

0
1268

গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ার নারী উদ্যোক্তা ফেইসবুক গ্র“প এর আয়োজনে এবং কুষ্টিয়ার নারী উদ্যোক্তা সাফিনা আঞ্জুমান জনির সার্বিক সহযোগীতায় এক বর্ণাঢ্য জমকালো পিঠা উৎসব শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে কুষ্টিয়া পৌর অডিটোরিয়াম বটতলা চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্ধোধন করেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী। উদ্ধোধনী অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন মৌবনের নির্বাহী পরিচাg2লক সাফিনা আঞ্জুমান জনি, কুষ্টিয়া কালেক্টরেট স্কুলের সহকারী শিক্ষিকা আফরোজা আক্তার ডিউ, হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান সম্পা মাহমুদ, বিশিষ্ট সংগীত শিল্পী কহিনূর খানম, মোছাঃ জ্যোতি আক্তার ফাউন্ডার (কুনাউ), তৌহিদ, রক্তিমসহ আরো অনেকে। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মীর তনিমা। এই মেলার আয়োজন চলবে আগামী রবিবার পর্যন্ত। ১০টি স্টলের মধ্য দিয়ে গ্রাম বাংলার বাহারী সব পিঠা দিয়ে স্টলগুলো মুখরিত হয়ে উঠেছে। প্রথম দিনেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে জমে উঠেছে তিন দিনব্যাপী চলা এই পিঠা উৎসব। আর এই পিঠা উৎসবে দেখা মিলবে বাহারি পিঠা উপস্থাপন। পিঠা উৎসবের আয়োজনটি সকলের জন্য উম্মুক্ত করা হয়েছে। বাঙালির ঐতিহ্যবাহী পিঠা পার্বণের আনন্দ ধারায় মেতে উঠতে এবং বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে স্টলগুলো। পিঠা উৎসবের পাশাপাশি বটতলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রাম বাংলার গানের সুরে মেলা প্রাঙ্গন মুখরিত হয়ে উঠেছে।