আজ মাদক বিরোধী আন্দোলনের পথিকৃৎ হাসিবুর রহমান রিজু’র জন্মদিন!

0
1075

গড়াইনিউজ২৪.কম:: আজ ১৫ নভেম্বর হাসিবুর রহমান রিজুর শুভ জন্মদিন। হাসিবুর রহমান রিজু কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামের মৃত আমজাদ হোসেন মালিথার পুত্র। ব্যক্তি জীবনে হাসিবুর রহমান রিজু বেছে নেন কঠিন ও ঝুঁকিপূর্ণ পেশা সাংবাদিকতাকে। কুষ্টিয়া থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক সত্যখবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক তিনি। অনলাইন পোর্টাল সত্যখবর লাইভ ডট কম ও এস কে টিভির (প্রস্তাবিত) চেয়ারম্যান হাসিবুর রহমান রিজু সাংবাদিকতায় পার করেছেন প্রায় দেড় যুগ। এছাড়া তিনি এশিয়ান টেলিভিশন ও দৈনিক আজকের সংবাদের কুষ্টিয়া প্রতিনিধি’র দায়িত্ব পালনের পাশাপাশি কুষ্টিয়া এডিটরস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বশীলতার সাথে কাজ করে চলেছেন। হাসিবুর রহমান রিজু সাহসী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় পেয়েছে একাধিক পুরস্কার। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনে রয়েছে তার পদচারণা। সৃষ্টিশীল সংগঠক হিসেবে রয়েছে তার সুখ্যাতি। তার গড়ে তোলা একাধিক সংগঠন’র উদ্দেশ্য সমাজের পিছিয়ে পড়া ও অবহেলিত জনপদ নিয়ে কাজ করা। সমাজের ভয়ানক ব্যাধি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে একজন দক্ষ সংগঠক হাসিবুর রহমান রিজু ৫ বছর আগে তার নিজ জন্মভূমি হাটশ হরিপুর ইউনিয়নে তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে ও জনসচেতনার সৃষ্টির লক্ষ্যে গঠন করে মাদক প্রতিরোধ কমিটি নামক একটি সামাজিক সংগঠন। যা মাদকের বিরুদ্ধে বাংলাদেশের ইতিহাসে প্রথম বেসরকারি সামাজিক সংগঠন। সর্বস্বীকৃত ও প্রশংসিত এই সংগঠনটি সরকারী ও বেসরকারী বিভিন্ন পুরস্কারের পাশাপাশি আজ সমাজের অবক্ষয়ের বিরুদ্ধে সামাজিক সংগঠনের একটি রোল মডেল। এরই প্রেক্ষিতে গঠন করা হয়েছে বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটি (বিএমপিসি)। সেই কমিটিরও সভাপতি এই হাসিবুর রহমান রিজু। দেশের প্রায় সিংহভাগ জেলার মাদক প্রতিরোধ কমিটি (বিএমপিসি) এই সংগঠনের আওতাধীন কাজ করে চলেছে। সাংস্কৃতিক অঙ্গনেও রয়েছে তার অকৃত্রিম পথচলা। বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক হাসিবুর রহমান রিজু। এছাড়া তিনি নবনাট্য সংঘ কুষ্টিয়া জেলা শাখারও সভাপতি দায়িত্ব পালন করছেন। কিশোর ও তরুণদের জন্য তার সৃষ্টি আনন্দ সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা এখন সমগ্র কুষ্টিয়াকে মুখরিত করে রাখে। আর সামাজিক ও মানবিক ভাবে দায়বদ্ধ রিজু ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কয়েক বছর আগে গড়ে তোলেন ফুলসিরাত পাঠশালা নামক একটি স্কুল। যেখানে সমাজের ঝড়ে পড়া শিশুদের বিনামূল্যে পাঠদান ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। বর্তমানে এই স্কুলের সাথে যোগ হয়েছে মাদ্রাসা। যার নাম ফাতেমাতুজ্জোহ্রা (রা:) বালক-বালিকা নূরানী মাদ্রাসা। এই বহুগুণে গুণান্বিত হাসিবুর রহমান রিজু’র শুভ জন্মদিনে দৈনিক সত্যখবর পরিবারসহ বেশ কয়েকটি সংগঠন তার জন্য সকলের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেছে।