৩৪তম বিসিএস: হাই স্কুলে ৪৫০ জন সহকারী শিক্ষক নিয়োগ

0
1910
গড়াইনিউজ২৪.কম:: ৩৪তম বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে নন-ক্যাডার পদে আরো ৪৬০ জনকে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৪৫০ জন এবং পরিবেশ অধিদপ্তরে ১০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক জানান, এখন পর্যন্ত শুধু ৩৪তম বিসিএস থেকেই চার হাজার ৪৩৪ জনকে বিভিন্ন ক্যাডার ও নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। রবিবার পিএসসি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে বাংলায় ১১ জন, ইংরেজিতে ৯৮ জন, গণিতে ৭৩ জন, সামাজিক বিজ্ঞানে ৪৮ জন, ভৌত বিজ্ঞানে ৪৯ জন, জীব বিজ্ঞানে ৫০ জন, ব্যবসায় শিক্ষায় ৪৮ জন, ভূগোলে ২৩ জন, ইসলাম শিক্ষায় ২৫ জন, কৃষি শিক্ষায় ২৪ জন, চারুকলায় ১ জনকে নিয়োগ দেয়ার জন্য সুপারিশ করা হয়েছে। এছাড়াও পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তরের জুনিয়র কেমিস্ট হিসেবে দুই জন, সহকারী বায়োকেমিস্ট হিসেবে এক জন এবং পরিদর্শক পদে সাত জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। পিএসসির চেয়ারম্যান আরো জানান, ৩৪তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে পদ স্বল্পতার কারণে যারা ক্যাডার পদে এবং প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ পাননি তাদেরই নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। নিয়োগে সুপারিশকৃতদের তালিকা পিএসসি’র ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাচ্ছে। গত বছর ২৯ আগস্ট ৩৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এই বিসিএসে ৬ হাজার ৫৮৪ জন উত্তীর্ণ হন। এর মধ্যে দুই হাজার ১৭৫ জনকে ক্যাডার এবং এক হাজার ৭৯৯ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। সর্বশেষ ৪৬০ জনকে নিয়ে এ পর্যন্ত নন-ক্যাডার পদে দুই হাজার ২৫৯জন নিয়োগের সুপারিশ করা হল। এর মধ্যে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে ৪০৯ জন এবং দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার এক হাজার ৮৫০জন।