প্রস্তুতি আল্লাহর উপর ছেড়ে দিলাম: মুস্তাফিজ

0
614

গড়াইনিউজ২৪.কম::করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বদলে গেছে ক্রিকেট বিশ্ব। এখন আর আগের মতো খোলা বাতাসে ঘুরে বেড়ানোর খুব বেশি সুযোগ নেই ক্রিকেটারদের। লম্বা সময় বন্দি থাকতে হচ্ছে হোটেল রুমে। এর প্রভাব পড়ছে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যেও। অনেকের পারফরম্যান্সেও জং ধরছে এর কারণে। বাংলাদেশের দুই ব্যস্ততম ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। দুজনই আইপিএল থেকে দেশে ফিরে ১২ দিন কোয়ারেন্টাইনে ছিলেন। মঙ্গলবার তারা মুক্তি পেয়েছেন।

বৃষ্টির কারণে মঙ্গলবার শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতিতে যোগ দিতে পারেননি তারা। অবশ্য বুধবার দলের সঙ্গে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তারা। ২৩ জুন প্রথম ওয়ানডের আগে আরও দুদিন প্রস্তুতির সুযোগ পাবেন তারা। এ প্রসঙ্গে বুধবার (১৯ মে) দুপুরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে টাইগার পেসার মুস্তাফিজ জানিয়েছেন, ‘আইপিএল ও আমাদের দেশের রুম কোয়ারেন্টাইন মিলে আমি শেষ ১৯ দিনে একদিন অনুশীলন ও একটা ম্যাচ খেলেছি। এখন জানি না…আমি আর সাকিব ভাই দুজনেই প্রায় একই রকম ছিলাম। কালকে তো আমরা অনুশীলন করতে পারিনি, আরও দুইদিন পাবো। প্রস্তুতি আল্লাহর উপর ছেড়ে দিলাম।’

মুস্তাফিজ বলেন, ‘একটানা ১৯ দিন যদি কিছু না করি, রুমের ভেতর টুকটাক যা করা যায় সেগুলো ছাড়া…এরপর এসে প্রথম দিনই যদি অনেক কিছু ভাবি তাহলে তো হওয়ার কথা না। আমি চেষ্টা করছি আস্ত আস্তে যেন ছন্দে ফিরতে পারি।’

রাজস্থানের হয়ে ৭ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। আইপিএলে প্রায় এক মাস ছিলেন জৈব সুরক্ষা বলয়ে। শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগেই আবারও জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যেতে হবে মুস্তাফিজকে। টানা কোয়ারেন্টাইনের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে মুস্তাফিজ বলেছেন, ‘শেষ দুই বছর শুধু আমার না, সব খেলোয়াড়ের জন্য জৈব সুরক্ষা বলয় কষ্টকর।’

অর্ধ সমাপ্ত এবারের আইপিএলে সাকিব খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আর মুস্তাফিজ মাঠ মাতিয়েছেন রাজস্থান রয়্যালসের হয়ে। সাকিব সব মিলিয়ে খেলতে পেরেছেন মাত্র ৩টি ম্যাচে। দলটির হয়ে ৩ উইকেট নেয়ার পাশাপাশি তাঁর রান সর্বসাকুল্যে ৩৮। তুলনামূলকভাবে সাকিবের চেয়ে সফল ছিলেন মুস্তাফিজ।

শারমিন আক্তার সোমা, গড়াইনিউজ২৪.কম::