গড়াইনিউজ২৪.কম:: বাবার খুব ইচ্ছে ছিল, সমুদ্রমুখী বাড়িতে থাকবেন। চেষ্টা করেও সে ইচ্ছে পূর্ণ করতে পারেননি তারকা-মেয়ে। অবশেষে বাবা চলে যাওয়ার ক’দিন পরেই বাস্তবায়িত হল সেই সাধ। প্রিয়াংকা চোপড়া কিনলেন ১০০ কোটি রুপির বাংলো, যা দাঁড়িয়ে আছে সমুদ্রের দিকে মুখ করে। মুম্বাইয়ের ভারসোভায় এই ‘দরিয়া মহল’ বাংলোর বয়স ৮৪ বছর। তৈরি করেছিলেন বিখ্যাত ব্রিটিশ স্থপতি ক্লদ বাটলি। মালিক ছিলেন বস্ত্র ব্যবসায়ী মানেকলাল চুনিলাল চিনানি। ইদানীং বাংলোটি নানা সিনেমায় ভাড়া দেওয়া হত। শুটিং করেছিলেন প্রিয়াংকা চোপড়া নিজেও। তখনই তার মনে ধরে গথিক স্থাপত্যে তৈরি ১৫টি বেডরুমের বাংলোটি। কিন্তু বাংলো কেনার জন্য অনেকেই দাবিদার ছিলেন। হৃতিক রোশনসহ অনেক তারকাই চেয়েছিলেন কিনতে। কিন্তু সবাইকে পিছনে ফেলে শিকে ছেঁড়ে প্রিয়াংকা চোপড়ার ভাগ্যেই। মুম্বাইয়ে লোখন্ডওয়ালায় ফ্ল্যাটে মায়ের সঙ্গে থাকতেন প্রিয়াংকা। এছাড়াও কানাডার মন্ট্রিলে একটি প্রাসাদোপম বাড়ি আছে ‘কাশী বাই’য়ের। তার শুধু একটাই আক্ষেপ‚ বাবা চলে গেলেন ক্যান্সারে। তাকে দেখানো হল না সমুদ্র ঘেঁষা নতুন বাড়ি।
Kushtia
clear sky
13.4
°
C
13.4
°
13.4
°
38%
2.9kmh
0%
Fri
26
°
Sat
26
°
Sun
25
°
Mon
25
°
Tue
25
°