গুলশান হামলাকে যারা রক্তাক্ত অভ্যুত্থান বলে তাদের সাথে ঐক্য নয়

0
2604

ঢাকা অফিস:: গুলশান জঙ্গি হামলাকে যারা রক্তাক্ত অভ্যুত্থান বলে তাদের সঙ্গে কোন ঐক্য হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, যারা বৃষ্টিতে ভিজে মানববন্ধন করেছে- ঐক্য হবে তাদের সঙ্গে, জনগণের সঙ্গে। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ও শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নির্ঘুম রাত জেগে গুলশান হামলার পরের দিন শেখ হাসিনা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানালেন। কাউকে দোষারোপ করলেন না অথচ পরের দিন খালেদা সংবাদ সম্মেলন করে বললেন রক্তাক্ত অভ্যুত্থান হয়ে গেছে। তিনি শেখ হাসিনাকে পদত্যাগ করতে বললেন। এর দ্বারাই বোঝা যায় জঙ্গিবাদের সাথে নির্বাচনের সম্পর্ক আছে। এদের সাথে ঐক্য হতে পারেনা।

তিনি বলেন, যারা বৃষ্টিতে ভিজে মানববন্ধন করেছে ঐক্য হবে তাদের সঙ্গে। ঐক্য হবে জনগণের সঙ্গে। বাংলাদেশে একাত্তর পঁচাত্তরের শক্তিকে আর ক্ষমতায় আসতে দেয়া হবে না বলেও জানান তিনি।

শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, শেখ হাসিনাকে ঘিরে গভীর ষড়যন্ত্র হচ্ছে। ওরা আন্দোলন হত্যা করে বিদেশিদের কাছে শেখ হাসিনাকে ব্যর্থ প্রমাণ করতে মরিয়া। এসময় যে কোনো আঘাত মোকাবেলায় তিনি ছাত্রলীগকে সদা প্রস্তুত থাকার আহবান জানান।

জঙ্গিবাদ মোকাবেলায় সরকারের সফলতা তুলে ধরে তিনি বলেন, ভারতের মুম্বাই হামলায় উদ্ধারে ৭২ ঘণ্ট লেগেছিল, বেলজিয়াম, ইউরোপ, তুরস্কে জঙ্গি মোকাবেলা করতে দিনের পর দিন লেগেছে। অথচ আমাদের নেত্রী তত্ত্বাবধায়নে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ১৩ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গবেষক আব্দুল মান্নান, সাংসদ ওবায়দুল মুক্তাদির, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স প্রমুখ।