
গড়াইনিউজ২৪: রবীন্দ্রনাথ ঠাকুরের চুরি যাওয়া নোবেল পদকের সন্ধান মেলেনি আজও। চোরের খোঁজ করছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে হতাশা ব্যক্ত করে বলেছেন, সিবিআইয়ের পরিবর্তে তাঁকে দায়িত্ব দেওয়া হলে ওই পদক তিনি খুঁজে বের করবেনই। শান্তিনিকেতনে গিয়ে বৃহস্পতিবার এ কথা বলেন মমতা। তাঁর কথায়, ‘সিবিআই তদন্ত করছে, জানি। কিন্তু সিবিআই যদি না পারে, যদি ওদের (সিবিআই) পরিবর্তে আমাকে দায়িত্ব দেওয়া হয়, তা হলে রবীন্দ্রনাথের চুরি যাওয়া নোবেল পদক আমি খুঁজে বের করবই।’ মমতা বলেন, ‘রবীন্দ্রনাথের নোবেল পদক চুরির ঘটনাটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। কারণ, উনি রাজ্যের, দেশের, বিশ্বের। তাই আমারও দায়িত্ব থেকে যায়।’

























