শোক দিবস নিয়ে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুল কাদের

0
1860

গড়াইনিউজ২৪ ঢাকা: ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে দলের কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জে আবদুল্লাহপুর-তেরমুখ- উলুখোলা সড়ক উদ্বোধন করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কিছু মানুষ আছে একটি উপলক্ষ পেলেই চাঁদাবাজি শুরু করে। চাঁদাবাজির ঘটনারোধে আমাদের প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি রয়েছে। শোক দিবসের ভাবগাম্ভীর্য নষ্ট হয় এমন কোন কর্মকাণ্ডে কেউ লিপ্ত হলে দল থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।