ঈশ্বরদীতে ৩৫ বছর পর আনন্দ মুখর পরিবেশে বাসন্তী পূজা অনুষ্ঠিত

0
2199

সেলিম আহমেদ, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: সনাতন হিন্দু ধর্মালম্বীদের নিজেরদের আর্থিক সহযোগিতায় ঈশ্বরদী শহরের শ্রী শ্রী শিবশক্তি যোগমায়া পূণ্যপীঠ মন্দিরে দীর্ঘ ৩৫ বছর ৫ দিন ব্যাপী আনন্দ মুখর পরিবেশে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়েছে। বাসন্তী পূজা উপলক্ষ্যে প্রতিদিন শিবশক্তি মন্দিরে প্রচুর পরিমাণে ভক্ত সমাগম হয়েছে। আগত ভক্তদের প্রষাদ ও ভাগ বিতরণ করা হয়েছে। এখানে আরতি, অঞ্জলি ও আবির উৎসব পালন এবং গতকাল শুক্রবার বাসন্তী পূজা বিসর্জন করা হয়েছে। সার্বজনীন বৈদিক মহোৎসব মহাপূজা উদ্যাপন কমিটির সভাপতি রাজেশ কুমার সরাফ বলেন, দীর্ঘ ৩৫ বছর পর নিজেরদের আর্থিক সহযোগিতায় ৫ দিন ব্যাপী ঈশ্বরদীতে বাসন্তী পূজা পালন করা হয়েছে। বাসন্তী পূজা উপলক্ষে প্রতিদিন শিবশক্তি মন্দিরে প্রচুর পরিমাণে ভক্ত সমাগম হয়েছে। মন্দির প্রাঙ্গণে আনন্দ মুখর পরিবেশে আরতি, প্রষাদ বিতরণ, ভোগ বিতরণ, অঞ্জলি ও আবির উৎসব হয়েছে। এখন থেকে বাসন্তী পূজা প্রতি বছর শ্রী শ্রী শিবশক্তি যোগমায়া পূণ্যপীঠ মন্দিরে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা শাখার সহ-সভাপতি ও ঈশ্বরদী পূজা উদ্যাপন পরিষদের প্রধান উপদেষ্টা রমেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, দীর্ঘ ৩৫ বছর পর আনন্দ মুখর পরিবেশে ৫ দিন ব্যাপী ঈশ্বরদীতে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়েছে। দূর্গা পূজা উদ্যাপনে সরকারের পক্ষ থেকে কিছুটা আর্থিক সহায়তা পাওয়া যায়। বসন্তকালীন বাসন্তী পূজা ব্যয় বহুল নিজেরদের আর্থিক সহযোগিতায় পালন করতে হয়। সে জন্য দীর্ঘ দিন পর নতুন ভাবে আবারও ঈশ্বরদীতে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়েছে।