পত্নীতলায় ৮৪ বছরেও বয়স্ক ভাতা জোটেনি বৃদ্ধা কমির উদ্দিনের ভাগ্যে !

0
1228

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি,গড়াইনিউজ২৪.কম:: নওগাঁর পত্নীতলায় বৃদ্ধা কমির উদ্দিনের (৮৪) বছরেও বয়স্ক ভাতার কার্ড জোটেনি ভাগ্যে। জানা যায়, উপজেলার মাটিন্দর ইউনিয়নের শাশইল গ্রামের মধ্যপাড়ার স্থায়ী বাসিন্দা কমির উদ্দিন (৮৮) আক্ষেপ করে এই প্রতিবেদককে বলেন, সরকার আসে, সরকার যায়। তাদের নেতা-নেত্রী, মেম্বার-চেয়ারম্যানরা প্রতিশ্রুতি দিলেও আজো মেলেনি বয়স্ক ভাতার কার্ড। কোন রকমে খেয়ে দিন পার করলেও কোন জনপ্রতিনিধিরাও তার দিকে তাকায়নি। যাদের ভোট দিয়ে নির্বাচিত করলেও, তারাও কোন দিন আমার প্রতি সুদৃষ্টি দেয়নি। শাশইল গ্রামের মধ্য পাড়ার সমাজ সচেতন ব্যক্তি আব্দুল কুদ্দুস মাখন জানান, কমির উদ্দিনের মত প্রবীণ ব্যক্তি আর খুব কমই আছেন আমাদের গ্রামে। উনার বয়স প্রায় শতাধিক হলেও, রহস্যজনক ভাবে জাতীয় পরিচয়পত্রে বয়স পাওয়া যায় ১৯৩৩ ইং সালের ২৬ মে। এ বয়সটা উনার সঠিক নয়। হতদরিদ্র পরিবারের সদস্য এই বৃদ্ধের আরো আগেই বয়স্ক ভাতা পাবার যোগ্য তিনি। এমতাবস্থায়, এই বৃদ্ধের জন্য বর্তমান দরিদ্র সংসারে বয়স্ক ভাতার কার্ড হওয়া জরুরি বলে মত পোষণ করেছেন অনেকেই। স্থানীয় মাটিন্দর ইউনিয়ন চেয়ারম্যান মো: জাহাঙ্গির আলম (রুবেল) এর সাথে এ বিষয়ে জানতে চাইলে বলেন, আগামিতে তালিকা করণ কালে উনার বয়স্কভাতার কার্ডের ব্যবস্থা করা হবে।