সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে দৌলতপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

0
1985

দৌলতপুর  প্রপতিনিধি,গড়াইনিউজ২৪.কম:: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দৈনিক সমকাল প্রত্রিকার সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলা  প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতন ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কুষ্টিয়ার দৌলতপুর রিপোটার্স ক্লাবের সাংবাদিকরা। সোমবার সকাল  ১১ টায় দৌলতপুর থানার সম্মুখ সড়কে সাংবাদিকদের এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন দৌলতপুর রিপোটার্স ক্লাব সংগঠন।মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। দৌলতপুর রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃমানজারুল ইসলাম খোকনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব রাখেন দৌলতপুর রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃমানজারুল ইসলাম খোকন,সহ-সভাপতি জামিরুল ইসলাম, সাধারন সম্পাদক রনি অাহমেদ, সাংগঠনিক সম্পাদক অাব্দুলা বিন জোহানী তুহিন, কোষাদক্ষ সোহানুর রহমান শিপন,দপ্তর সম্পাদক অাছানুল হক, প্রচার সম্পাদক পারভেজ হোসেন, নির্বাহী সদস্য হজরোত অালী মাস্টার, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহন,রিফায়াতপুর ইউনিয়েন চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু প্রমুখ।
বক্তারা, আব্দুল হাকিম শিমুল পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি নিহত হয়েছে। শুধু তিনিই নয়, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন। যারা এসব ঘটনার সাথে জড়িত তাদেরকে ও দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করতে দাবি জানানো হয়। এছাড়া সাংবাদিক নেতৃবৃন্দ সারা দেশে সাংবাদিক নির্যাতন ও হয়রানির প্রতিবাদ জানিয়ে সকল সাংবাদিকদের সুরক্ষা দেয়ার দাবি জানান সরকারের কাছে।