মহাসড়কের পাশে পশুরহাট না বসাতে ডিসিদের নির্দেশনা

0
1678

এনএনবি : পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মহাসড়কের পাশে যাতে কেউ পশুরহাট বসাতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে গতকাল বুধবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের সপ্তম কার্য অধিবেশন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের এ কার্য অধিবেশন হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এতে সভাপতিত্ব করেন। ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সবচেয়ে বেশি যে বিষয়টির প্রতি গুরুত্ব দিয়েছি, সামনে কোরবানির ঈদ। ঈদুল আজহাকে সামনে রেখে হাইওয়ের পাশে যেন গরুর হাট না বসে। ভাঙ্গার মালিগ্রাম, যাত্রাবাড়ী, টঙ্গীর বিশ্ব ইজতেমা- এ জায়গাগুলো দখল হয়ে থাকে। এ ব্যাপারে আমরা তাদের (ডিসি) আগাম নির্দেশনা দিয়েছি। যে কোন অবস্থায় এগুলোতে যেন পশুরহাট না বসে।’ তিনি আরো বলেন, ‘আমরা ঈদের সময় দেখেছি আনফিট ও ফিটনেসবিহীন গাড়িতে পশুগুলো উঠানো হয়। এ গাড়িগুলো রাস্তায় বিকল হয়ে পড়ে। ডিসি সাহেবদের বলেছি এ গাড়িগুলো উৎসমুখে বন্ধ করতে হবে।’ সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘ডিসিদের সঙ্গে কতগুলো প্র্যাকটিক্যাল বিষয়ে কথা বলেছি। আমরা যে ২২টি রাস্তায় ইজিবাইক, নসিমন, করিমন বন্ধ করেছি, সেগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য আমরা ডিসি সাহেবদের, ডিভিশনাল কমিশনারদের নির্দেশনা দিয়েছি। আরও বলেছি, মোটরসাইকেলে দুই আরোহী ও হেলমেট পরার বিষয়ে ঢাকায় আমরা যে সাফল্য পেয়েছি তা সারাদেশে পৌঁছে দিতে হবে। এজন্য যে অভিযান শুরু হয়েছে তা জোরদার করার জন্য আমরা ডিসি ও ডিভিশনের কমিশনারদের নির্দেশনা দিয়েছি।’ সেতুমন্ত্রী বলেন, ‘রাস্তাগুলো ফোর লেন হচ্ছে, বড় বড় রাস্তা হচ্ছে, সে রাস্তাগুলো যদি দখল হয়ে থাকে, তাহলে তো জনগণ কোন সুফল পাবে না। রাস্তাগুলোকে দখলমুক্ত করার জন্য যে অভিযান চলছে সেখানে আমরা ডিসি সাহেবদের সহযোগিতা চেয়েছি।’