‘ভুল একাদশ নির্বাচন করছেন মাশরাফি-হাথুরাসিংহে’

0
1478
Bangladesh head cricket coach, Chandika Hathurusinghe (L)speaks as Bangladesh captain, Masrafe Bin Mortaza looks on during a media conference at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on January 22, 2015. Bangladesh play their first match of the Cricket World Cup 2015 against Afghanistan in Canberra, Australia on February 18. AFP PHOTO / Munir uz ZAMAN (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)

ক্রীড়া প্রতিবেদক, গড়াইনিউজ২৪.কম:: প্রথম ম্যাচে ৭ রানে অতি কষ্টে জয় পেলেও বুধবার দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের কাছে ২ উইকেটে হেরে যায় বাংলাদেশ। দলের এমন পারফরম্যান্সে বেশ ক’য়েকটি ভুল সিদ্ধান্ত দেখছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা। আল আমিনকে একাদশে না রাখায়  বিস্মিত সাবেক এ ক্রিকেটার বলেন,‘ আল আমিন তো সবখানেই ভালো করছিল। ওর বোলিংয়ে যথেষ্ঠ বৈচিত্র্য আছে। ওকে চূড়ান্ত দলে না রাখাটা দু:খজনক। ফিল্ডিংয়ের কারণে নাকি তাকে রাখা হয়নি। কিন্তু তাসকিন কি ওর চেয়ে ভালো ফিল্ডিং করছে? আল আমিনকে বাদ দিয়ে শফিউলকে নেওয়া হযেছে। বেশ ভালো কথা। শফিউলকে যখন নেওয়াই হলো, কেন তাকে একাদশে রাখা হয়নি?’ হীরা বিস্মিত ইনফর্ম নাসিরকে বারবার একাদশে না রাখাও।টানা অফফর্মে থাকা সৌম্য সরকারকে আগেই ড্রপ দেওয়া উচিৎ ছিল বলে মনে করেন তিনি। বলেন,‘ আমার মনে হয় সৌম্যকে ড্রপ দেওয়া উচিৎ। কেন সে টানা রান পাচ্ছে না, কোন জায়গায় তার গলদ- এসব নিয়ে  কাজ করা দরকার। আমি মনে করি তামিমের সঙ্গে সৌম্য নয়, ওপেন করা উচিৎ ইমরুল কায়েসের। কায়েস রানের মধ্যে আছে। মোসাদ্দেকে তিন নম্বরে পাঠালে দলের জন্য আরো ভালো হতো। নাসিরকে না খেলিয়ে ম্যানেজমেন্ট বড্ড ভুল করছে।ওর ব্যাটিং তো আছেই, এই কন্ডিশনে ওর বোলিংও কাজে আসতো।’ সব মিলিয়ে আফগানদের বিপক্ষে খারাপ করার জন্য ভুল দল ও একাদশ নির্বাচনকেই দায়ি করছেন হীরা। তিনি বলেন,‘ সহজ হিসেবগুলো কেন যে ম্যানেজমেন্ট ও নির্বাচকরা কষতে পরছেন না, আমি বুঝতে পারছি না। নাকি আফগানদের সহজভাবে নিয়েছিল দল? কিন্তু সেটাও মনে হচ্ছে না। আমার মনে হয় ভুল একাদশ নির্বাচনই বড় মূল্য দিতে হয়েছে দলকে।’