দেখা হবে বন্ধু: কবি কামরুন নাহার শিপু

0
120

দেখা হবে বন্ধু: কবি কামরুন নাহার শিপু

তুমি চলে যাওয়ার পর —
একটি বসন্ত হারিয়ে ;
এসেছে হেমন্ত।
এসেছে সবুজে সবুজে ধানের শীষে,
ঝিরিঝিরি হাওয়ায় মোহনীয় পেলবতা।
এসেছে সোনালী রঙে রঙে পড়ন্ত বিকেল,
গোধূলির শেষ বেলায় বলাকার নীড়ে ফেরা।
নতুন ধানের গন্ধে হয়েছে কৃষাণী ব্যাকুল
স্বর্ণলতার ফুলগুলো রুপালি আভায় মৃয়মাণ।
শিউলি, কামিণী, দেবকাঞ্চন আরো ফুটেছে বকফুল।

হয়তো নতুন বসস্তে এমনি করে পলাশ শিমুলের
লালে লাল রং জুড়ে ফাল্গুনী আঁচলে,
মধ্য দুপুরে, নির্জন বিকেলে,
তালপাতার বাশিঁতে তোমার আশার ধ্বনি
বেজে যাবে বাতাসের কানে।

তুমি আসবে বলে পাখিদের গানে গানে
মুখরিত সবুজ বন বনান্তর, পদ্ম পাতার রং ছড়াবে,
ঝিঝিপোকার ডাকে দূরের সন্ধ্যা তারা–
উঁকি দিয়ে আকাশে ডেকে ডেকে হবে দিশেহারা।
এমনি করে কোন এক পাখি ডাকা ভোরে,
কুহেলিকা ঘেরা শীতের সকালে;
দেখা হবে দুজনাতে।