বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহের মরদেহে খালেদার শ্রদ্ধা

0
1958

গড়াইনিউজ২৪.কম:: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় যান দলের চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাত সাড়ে নয়টার দিকে মহাখালীর নিউ ডিওএইচএসে হান্নান শাহের বাসায় যান তিনি। মরদেহের পাশে বেশ কিছু সময় অবস্থান করে বিএনপি চেয়ারপারসন মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। পরে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। দেড় ঘণ্টার মতো অবস্থানের পর গুলশানের বাসার উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। এসময় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। গত ৬ সেপ্টেম্বর অসুস্থ হলে সাবেক সেনা কর্মকর্তা হান্নান শাহকে সিএমএইচে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১১ সেপ্টেম্বর হান্নান শাহকে সিঙ্গাপুরের র‌্যাফেলস হার্ট সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার পর তার মৃত্যু হয়। আজ সন্ধ্যায় হান্নান শাহের মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আব্দুল্লাহ আল নোমান, শায়রুল কবির খানসহ দলটির কেন্দ্রীয় নেতারা। পরে মরদেহ নেয়া হয় মহাখালীর নিউ ডিওএইচএসের বাসায়। রাতে মরদেহ সিএমএইচ হাসপাতালের হিমাগারে রাখা হবে। আগামীকাল সকাল ১০টার দিকে মহাখালী ডিওএইচএস জামে মসজিদে দ্বিতীয় জানাজা, বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তৃতীয় জানাজা শেষে মরদেহ নেয়া হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে জানাজা শেষে আবার মরদেহ নেয়া হবে সিএমএইচের হিমঘরে। শুক্রবার গাজীপুরের কাপাসিয়ায় দুটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন বিএনপির এই বর্ষীয়ান নেতাকে।