চিকিৎসকের তত্ত্বাবধানে রানি এলিজাবেথ

0
1100
রানি দ্বিতীয় এলিজাবেথ

ঢাকা অফিস, গড়াইনিউজ২৪.কম:: রানির অসুস্থতা নিয়ে বিশদ তথ্য প্রকাশ করেনি বাকিংহাম প্যালেস। তবে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে, রানিকে হাসপাতালে ভর্তি না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বালমোরাল প্রাসাদেই বিশ্রাম নিতে বলা হয়েছে তাকে। সেখানে সারাক্ষণ তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তার একাধিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এ বছরই রানি দ্বিতীয় এলিজাবেথের রাজত্বকাল ৭০ বছর পূর্ণ করেছে। ব্রিটিনের ইতিহাসে দীর্ঘমেয়াদি রাজত্ব তারই। কিন্তু তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তার সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করছে গোটা দেশ। এদিকে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার দায়িত্ব গ্রহণ করেছেন লিজ ট্রাস।  তবে লিজ ট্রাসই রানি এলিজাবেথের আমলের প্রথম প্রধানমন্ত্রী যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে বাকিংহ্যাম প্যালেসে গিয়ে রানির সঙ্গে দেখা করেননি। তার বদলে তিনি রানির সঙ্গে দেখা করেছেন স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে। গ্রীষ্মকালীন সময় কাটাতে বর্তমানে স্কটল্যান্ডে গেছেন রানি। অন্য সাধারণ সময় হলে তিনি হয়ত বাকিংহ্যাম প্যালেসে ফিরতেন। কিন্তু এখন বয়স হওয়ার কারণে তিনি লন্ডনে না এসে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে বরণ করে নিয়েছেন স্কটল্যান্ডে। বর্তমানে ৯৬ বছর বয়সী রানি এলিজাবেথের চলাচল অনেক সীমিত হয়ে গেছে। কয়েকদিন ধরেই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না তিনি।