কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেফতার-৪

0
328

ঢাকা অফিস, গড়াইনিউজ২৪.কম:: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে তিনদিন ধরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (৯ এপ্রিল) অভিযান পরিচালনা করে ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এবং সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম। গ্রেফতাররা হলেন-কোটালীপাড়া উপজেলার পলটানা গ্রামের কালু বাড়ৈর ছেলে গোপাল বাড়ৈ (৩০), একই গ্রামের খোকন বাড়ৈর ছেলে অটল বাড়ৈ (২২), প্রতাপ বাড়ৈর ছেলে প্লাবন বাড়ৈ (২৫) ও মশুরিয়া গ্রামের নারায়ন বালার ছেলে বরুন বালা (২৩)। রোববার (১০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় র‍্যাব-৮। র‍্যাব জানায়, ২৬ মার্চ রাতে ভুক্তভোগী ওই ছাত্রী কোটালীপাড়ার পীড়ারবাড়ি মন্দির থেকে গান শুনে মামা বাড়ি যাচ্ছিল। পথে আসামিরা অস্ত্রের মুখে তাকে মোটরসাইকেলযোগে অজ্ঞাত জায়গার একটি দোতলা ভবনে নিয়ে যান। প্রথমে সেখানে তাকে নগ্ন করে ভিডিও ধারণ করা হয়। পরে নেশাজাতীয় বস্তু খাইয়ে সারারাত তাকে পৈশাচিক নির‍্যাতন করা হয়।

পরেরদিন তাকে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে রাখা হয়। সেখানে তিনদিন ধরে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ধর্ষণের সময় উচ্চ ভলিউমে সাউন্ডবক্স বাজাতেন আসামিরা। এক পর‍্যায়ে ওই শিক্ষার্থী জানালা ভেঙে পালিয়ে পাশের বাড়ি আশ্রয় নেয়। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার (৬ এপ্রিল) কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দেন। পুলিশ মেয়েটিকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করায়। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, র‍্যাব আসামিদের গ্রেফতার করেছে বলে শুনেছি। তারা আসামিদের আমাদের কাছে বুঝিয়ে দেবেন।