কুমারখালীর বানিয়াপাড়ায় মাদক সম্রাট শোয়েব আলীর রমরমা ইয়াবা ব্যবসা!

0
487

আনোয়ার হোসেন, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় এখনও সক্রিয় রয়েছে অনেক মাদক ব্যবসায়ী। নির্বিঘেœ অবাধে বিক্রি করে চলেছে বিভিন্ন প্রকার মাদক দ্রব্য। মনে হচ্ছে এদের বিরুদ্ধে বলার যেমন কেউ নেই, দেখার জন্যেও যেন কেউ নেই। স্থানীয়রা অভিযোগ করে বলেন, পুলিশ ও র‌্যাব লোক দেখানো অভিযান চালিয়ে কিছু মাদকসেবীদের আটক করলেও মূল মাদক ব্যবসায়ীদের আটক করছে না। সম্প্রতি পুলিশ ও র‌্যাব মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু হলেও কুমারখালীর ১ নং কয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের বানিয়াপাড়া গ্রামের মৃত সিরাজ বাঘের পুত্র মাদক সম্রাট শোয়েব আলী বাঘের ইয়াবা, ফেন্সিডিল ও অস্ত্রের ব্যবসা থেমে নেই। এলাকাবাসীরা ও জনপ্রতিনিধিরা এসব মাদক ব্যবসায়ীদের আটকের ব্যাপারে সহযোগিতা করলেও পুলিশ ও র‌্যাব তাদের ধরছে না এমনটি অভিযোগ বানিয়াপাড়া ৫ নং ওয়ার্ড এলাকাবাসীর, অভিভাবক ও সচেতন মহলের। অনুসন্ধানে জানা যায়, মাদক সম্রাট শোয়েব আলী বাঘ তার গ্যাং দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদক ব্যবসা পরিচালনা করে যাচ্ছে দীর্ঘদিন। মাঝে মাঝে পুলিশ টহল দিয়েও কোন লাভ হচ্ছে না। মাদক সম্রাট শোয়েব আলী দেদারছে চালিয়ে যাচ্ছে তার মাদক ব্যবসা।
এই মাদক সম্রাট শোয়েব আলী ইয়াবা ৫০ পিছের কম বিক্রি করে না এবং ফেন্সিডিল পাইকারি হিসাবে বিক্রি করে। আগে টাকা দিতে হবে পরে মাল পাবে বলে কিছু ক্রেতারা জানান। স্থানীয়রা অভিযোগ করে বলেন, শোয়েব আলী অনেক চালাক, সে অনেক সুকৌশল অবলম্বন করে সকাল থেকে অল্প পরিসরে বিক্রি শুরু করলেও সন্ধ্যার পর থেকে পুরোদমে গভীর রাত পর্যন্ত নদীর চর এলাকায় চলে তার এই অবৈধ মাদকের রমরমা ব্যবসা। বানিয়াপাড়ায় পূর্বে মাদক ব্যবসার যে চেহারা ছিল, সে চেহারাই রয়ে গেছে। যার কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়াচ্ছে, ধাবিত হচ্ছে অনাকাঙ্খিত মৃত্যুর দিকে। উঠতি বয়সের স্কুল কলেজের ছাত্ররা নেশাগ্রস্ত হয়ে পরছে এই মাদকের ভয়াল থাবায়। শুধু তাই নয়, স্কুল কলেজে পড়–য়া এ সকল ছাত্ররা এই মাদকের টাকা ম্যানেজ করতে গিয়ে বিভিন্ন রকম অপরাধ মূলক কাজের সাথে জড়িয়ে পড়ছে। আর এই কারনে বেশিরভাগ যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। তাই এই মাদক ব্যবসায়ী শোয়েব আলী কে আটক করে এলাকার যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে রক্ষা করে মাদকমুক্ত ১নং কয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বানিয়াপাড়া করার জন্য কুষ্টিয়া পুলিশ সুপার ও র‌্যাব-১২ এর দৃষ্টি আকর্ষন করেছে এলাকার সচেতন মহল।