
জান্নাতুল ফেরদৌস প্রিয়ন্তী, গড়াইনিউজ ২৪.কম: টাকার বিনিময়ে প্রথম স্বামীকে তালাক, দ্বিতীয় স্বামী ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে, এরপর অভিনেতা যশ দাশগুপ্তের টানে তাকেও পর করে দিলেন- এতসব বিতর্কের কারণে নিজেকে রীতিমতো হাসি তামাশার পাত্র করে ফেলেছেন কলকাতার আলোচিত অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরাত জাহান। গুঞ্জন উঠেছে, যশ দাশগুপ্তের সন্তানের মা হতে চলেছেন এই নায়িকা। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এমন ইঙ্গিত নুসরাত নিজেই দেন। এরপর থেকেই তাকে ঘিরে তুমুল আলোচনা-সমালোচনা আর বিতর্ক। অভিনেত্রীকে নিয়ে করা হচ্ছে নানা রকম কটাক্ষ, সোশ্যাল মিডিয়ায় শেয়ার হচ্ছে কুরুচিপূর্ণ মিম। তবে গোটা বিষয় নিয়ে মুখে কুলুপ এটে রয়েছেন নুসরাত জাহান। বলছেন না কিছু, করছেন না কোনো প্রতিবাদও। কিন্তু তাতে তার গর্ভাবস্থার খবর নিয়ে হাসি তামাশা থেমে নেই। বরং সেই আগুনে আরও একটু ঘি ঢেলে দিল নায়িকার বর্তমান প্রেমিক যশ দাশগুপ্তের একটি পোস্ট।শনিবার নিজের ইনস্টাগ্রামে একটি মিম শেয়ার করেছেন যশ। সঙ্গে দিয়েছেন হাসির ইমোজি। ক্যাপশনে লিখেছেন, ‘তুমি যখন কারো প্রাক্তনকে ডেট করো, তখন তোমার প্রাক্তন অন্য কাউকে ডেট করছে। আবার তোমার প্রাক্তন অন্য কারো প্রাক্তনকে জীবনে বর্তমান করে নিচ্ছে। আসলে আমরা হলাম সবার এক্স-ম্যান।’ যশের এই পোস্ট প্রকাশ হতেই হাসির রোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে, শুক্রবার নুসরাতের দেয়া পোস্টের নিচে তো সেদিন থেকেই নানা ব্যঙ্গ বিদ্রুপ করছেন তার অনুসারীরা। অনেকে প্রশ্ন করেছেন, একজন জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ হয়ে নুসরাত কীভাবে জামা কাপড়ের মতো এভাবে প্রেমিক বদলাচ্ছেন। আবার বিয়ে না করে সন্তানের মাও হতে চলেছেন! শুক্রবার নিজের ইনস্টাগ্রামে মা হতে যাওয়ার ইঙ্গিত দিয়ে নুসরাত জাহান লিখেছিলেন, ‘তুমি তোমার