দিনাজপুরে মুসাকে হামলাকারী দুই আসামী আটক!

0
529
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মানুষকে যেন মানুষই মনে করে না।তাই পশুর ন‍্যায় মানুষের শরীরেও যেন ছুড়ি চালাতে বিন্দুমাত হাত কাঁপেনা এদের।গত ১৩মে রাত্রি আনুমানিক ৯টা ৩০মিনিটে দিনাজপুর সদর উপজেলার  ১নং  চেহেলগাজী ইউনিয়নের রানিগঞ্জ মোড়ে শেখ হাটি এলাকার মৃত আশরাফ এর পুত্র কুখ‍্যাত সন্ত্রাসী মোঃ রুবেল সহ কতিপয় র্দুবৃত্ত পূর্ব শত্রুতার জের ধরে বড়ইল এলাকার মৃত কছিমুদ্দিনের পুত্র মুসাকে মেড়ে ফেলার উদ্দেশ‍্যে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে এতটাই রক্তাক্ত জখম করেছিল যে বেচেঁ থাকার সম্ভাবনাই ক্ষীন হয়ে গিয়েছিল।তবে তার মায়ের দোয়া ডাক্তারদের প্রচেষ্টায় সে প্রানে বেচেঁ গেলেও তার শরীর প্রায় ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে।তবে কতটা পশুত্ব মনোভাব আর বেপোড়য়া হলে এমনভাবে কোন মানুষকে মাড়তে পারে তা চিন্তা করেই এলাকার মানুষ হতবম্ব। এরই ধারাবাহিকতায় মুসার মা মরিয়ম বেগম বাদী হয়ে রুবেলকে প্রধান আসামী করে ১৬জনের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহীন সায়েদ সড়ক দূর্ঘটনায় আহত হয়ে শারীরিকভাবে অসুস্থ থাকার পরেও নিজের নিরলস প্রচেষ্টায় গত ২৩ তারিখ রাত ২টার সময় উওর ভবানীপুর এলাকার মোঃ কায়েস এর পুত্র মোঃ রাসেলকে রানিগঞ্জ এলাকা থেকে আটক করে আদালতের মাধ‍্যমে জেল হাজতে প্রেরন করেন। এ পর্যন্ত তিনি দু জন আসামীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন এবং প্রধান আসামী রুবেলসহ বাকী আসামীদের ধরার প্রকিয়া অব‍্যাহত রয়েছে এবং খুব শীগ্রই তাদের কেও ধরা হবে বলে তিনি জানান।মুসার মা মরিয়ম জানান আমার ছেলেকে যারা এভাবে অন‍্যায়ভাবে নির্মমভাবে মেড়েছে আমি তাদের উপযুক্ত বিচার চাই।সর্বোপরি মানুষ হয়ে মানুষের প্রতি এতটা নিষ্ঠুরতা কখনোই আমাদের কাম‍্য নয়।