কুষ্টিয়া রেনউইক এন্ড যজ্ঞেশ্বরের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধন পালিত

0
361

সেলিম রেজা সালাম, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া রেনউইক এন্ড যজ্ঞেশ্বর কোম্পানি লিমিটেডের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের উদ্যোগে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাওনা বকেয়া গ্র্যাচুইটির অর্থ অক্টোবর ২০২২ মধ্যে শতভাগ পরিশোধ, শ্রমিক কর্মচারীদের কষ্টার্জিত সঞ্চয় প্রফিডেন্ট ফান্ডের টাকা দ্রুত পরিশোধ, বকেয়া গ্র্যাচুইটির টাকা ক্ষতিপুরন সহ পরিশোধ, সরকারি নির্দেশ অনুযায়ী অবসরপ্রাপ্তদের উৎসব ভাতা, বৈশাখী ভাতা ও চিকিৎসা ভাতা প্রদানের দাবীতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন অবসরপ্রাপ্ত শ্রমিক কল্যান সমিতির কেন্দ্রীয় কমিটির পুর্বঘোষিতো কর্মসুচির অংশ হিসেবে আজ এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত সহকারী সমন্বয় কর্মকর্তা গোলাম রসুল এর সভাপতিত্বে ৩রা সেপ্টেম্বর শনিবার সকাল ৯টার সময় কুষ্টিয়া রেনউইক এন্ড যজ্ঞেশ্বর কোম্পানি লিমিটেডের মুল ফটকের সামনে অনু্ষ্িঠত মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে অভিযোগ করে বক্তাগন বলেন, শ্রমিক কর্মচারীরা চাকরি করতে এসে তাদের কষ্টার্জিত অর্থ তিল তিল করে প্রফিডেন্ট ফান্ডে জমা করে এই আশায় যে চাকরি থেকে যখন অবসরে যাবে তখন তার নিজের জমা করা অর্থ দিয়ে একটা কিছু করে অবসর জীবন টায় একটু ভালো থাকতে পারবে। কিন্তু দুঃখের বিষয় আমরা চাকরি থেকে অবসরে যাওয়া কারোর ৭ বছর ও হয়েছে কিন্তু প্রফিডেন্ট ফান্ডের টাকা আমরা পাচ্ছি না। এর কি কারণ তা আমরা জানিনা আমাদের অনেক সহকর্মি অসুস্থ টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না। অনেকের মেয়ে বিবাহ যোগ্য অর্থাভাবে বিবাহ দিতে পারছে না। অনেকের সন্তানের লেখাপড়ার খরচ দিতে পারছে না। হতাশায় কেউ কেউ আত্মহত্যা করার কথা ভাবছে, আমরা সরকারের কাছে অন্যায় কোনো দাবী করিনি শুধু মাত্র আমাদের বকেয়া পাওনা টাকা দাবী করেছি। ২০১৫ সালে মঞ্জুরি কমিশন পুনর্গঠন হয়েছে আমরা আজ পর্যন্ত আমাদের পাওনা টাকা পাইনি। তাই আজ আমরা কেন্দ্রীয় কমিটির ঘোষণা করা কর্মসুচি পালন করছি, শুধু আমরা নই আজকে সারা বাংলাদেশে যত সুগার মিল আছে সবজায়গায় একই সাথে এই কর্মসুচি পালিত হচ্ছে। আগামী ৬ ই সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চিনি শিল্প ভবন ও শিল্প মন্ত্রনালয় প্রাঙ্গনে বিক্ষোভ মহ সমাবেশ, মানব বন্ধন ও স্বারকলিপি প্রদান ও আগামী ৭ই সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চিনি শিল্প ভবন ও শিল্প মন্ত্রনালয় প্রাঙ্গনে অবস্থান ধর্মঘট ও প্রতীকী অনশন কর্মসুচি পালন করবো এবং তার পরে আরও বৃহত্তর কর্মসুচি ঘোষণা করা হবে। এসময় বক্তব্য রাখেন মোঃ তৌহিদুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক সিবিএ, মোঃ ইয়াকুব আলী সাবেক কর্মকর্তা প্রকৌশলী, আমিরুল ইসলাম সাবেক কর্মকর্তা, মোঃ মুরাদ হোসেন সাবেক সভাপতি, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ রেজন আলী, সাবেক সি.বি.এ নেতা মোঃ সরওয়ার হোসেন, সাবেক সি,বি,এ নেতা মোঃ তোফা মেম্বার, জাতীয় শ্রমিক লীগ নেতা সাপ্তাহিক নয়া পদক্ষেপ এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি মোঃ সেলিম রেজা সালাম সহ অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীগন। মানব বন্ধন শেষে রেনউইক এন্ড যজ্ঞেশ্বর এর ব্যাবস্থাপনা পরিচালক এর নিকট স্বারকলিপি প্রদান করা হয়।