দৌলতপুরে সরকারি ত্রাণ ইউপি চেয়ারম্যানের আত্মীয়র বাড়িতে!

0
967

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ার দৌলতপুরে ত্রাণ বিতরণে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আত্মীয়করনের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার মরিচা ইউনিয়ন ২ নং ও ৭ নং ওয়ার্ডে ত্রাণ বিতরণ করতে গিয়ে চেয়ারম্যানের নিকট আত্মীয়দের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। মরিচা ইউনিয়নের বৈরাগীর চর এলাকার ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন অভিযোগ করেন ইউপি সদস্যদের দেয়া তালিকা অনুযায়ী ওয়ার্ড ভিত্তিক ৫০ জন দরিদ্র অসচ্ছল ও দিনমজুর মানুষের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করার কথা থাকলেও ইউনিয়নের তা করা হয়নি। মরিচা ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর ২ নং ওয়ার্ডের বৈরাগীর চর এলাকায় তার নিকট আত্মীয় আপন ভাগ্নি ও মামাতো ভাই জহুরুল ইসলাম নজরুল ইসলাম হাবিবুর রহমান আব্দুর রাজ্জাক ও রিপন সহ ৫০ জনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।ইউপি সদস্যদের তালিকা অনুযায়ী কাউকে ত্রাণসামগ্রী দেওয়া হয়নি বলে ইউপি সদস্য নাসির উদ্দিন অভিযোগে উল্যেখ করেন। একই অভিযোগ ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলম মেম্বারের। তিনি অভিযোগ করেন তাঁর ওয়ার্ডের চেয়ারম্যান শাহ আলমগীরের নিজস্ব আত্মীয়-স্বজন ও তার পছন্দের লোকজনের মাঝে সরকারের ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। আমার তালিকা কাউকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়নি তবে এসব অভিযোগ অস্বীকার করে মরিচা ইউপি চেয়ারম্যান শাহ আলমগীর বলেন সরকার ইউনিয়নে কোনো অনিয়ম ও দুর্নীতি করা হয়নি ৪৫০ প্যাকেট সরকারের ত্রাণ সামগ্রী দরিদ্র ও অসচ্ছল ব্যক্তিদের তালিকা করে তাদের মাঝে বিতরণ করা হয়েছে। ২ নং ওয়ার্ডের মেম্বার নাসির উদ্দিন ও ৭ নং ওয়ার্ডের মেম্বার তাকে হত্যা প্রচেষ্টা মামলার আসামি ছিলেন।তাই আসামিদের সাথে নিয়ে ত্রাণ বিতরণ করা আমার পক্ষে সম্ভব না বিধায় তাদের ডাকা হয়নি তবে এইসব ওয়ার্ডের মহিলা মেম্বারের সাথে নিয়ে ত্রাণ বিতরণ করা হয়েছে বলে চেয়ারম্যান শাহ আলমগীর উল্যেখ করেন। এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহি অফিসার শারমিন আক্তার বলেন এমন অভিযোগ আমিও শুনেছি এ ব্যাপারে চেয়ারম্যানের সাথে কথা বলেছি তিনি অস্বীকার করেছেন। ঘটনা সত্য হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।