চুয়াডাঙ্গায় সিলেবাস অনুযায়ী প্রশ্ন না হওয়ায় ছাত্রীর আত্মহত্যা

0
1699

চুয়াডাঙ্গা প্রতিনিধি, তানভির আহমেদ সোহেল, গড়াইনিউজ২৪.কম:: সিলেবাস অনুযায়ী প্রশ্ন না হওয়ায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী সুরাইয়া সুলতানা রিমু আত্মহত্যা করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা জেলার প্রধান সড়ক দুইঘণ্টা অবরোধ করে রাখে। রোববার বেলা ১টায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। ফলে ঢাকা-চুয়াডাঙ্গা সড়ক বন্ধ হয়ে যায়। পরে বেলা ৩টার দিকে প্রশাসনের দাবি পুরনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। শিক্ষার্থীদের অভিযোগ, শনিবার ৯ম শ্রেণির অংক পরীক্ষা ছিল। প্রশ্ন সিলেবাসের বাইরে হওয়ায় অধিকাংশ ছাত্রীর পরীক্ষা খারাপ হয়। চুয়াডাঙ্গা শহরের সবুজ পাড়ার শরিফুল ইসলাম শান্তির মেয়ে সুরাইয়া সুলতানা রিমুর পরীক্ষাও অন্যান্য সহপাঠীর মত খারাপ হয়। এতে তার মা বকাবকি করে। একপর্যায়ের সন্ধ্যায় ঘরের সিলিংয়ে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সিলেবাসের বাইরে প্রশ্ন করায় আমাদের সহপাঠী রিমু আত্মহত্যা করেছে। এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা-আইটিসি আবদুর রাজ্জাককে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।