কুষ্টিয়াতে এপার বাংলা ওপার বাংলা কবি সাহিত্যিকদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত

0
1946

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: শুদ্ধ বিবেকের চাষ, আসুন শুদ্ধ বিবেকের মাঝেই করি বসবাস স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হলো এপার বাংলা ওপার বাংলা কবি সাহিত্যিকদের নিয়ে মিলনমেলা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকাল তিনটার সময় কুষ্টিয়ার ফুড জোনে সাহিত্যবাড়ি সংস্কৃতি পরিষদ আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রাক্তন সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক প্রখ্যাত চলচ্চিত্র ব্যাক্তিত্ব অভিনেতা আহমেদ শরীফ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ভারত থেকে আগত বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মিলনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক রাধাকান্ত সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশী অনলাইন এফএম রেডিও জট্টিলের সিইও এবং সাহিত্য বাড়ি সংস্কৃতি পরিষদের প্রধান উপদেষ্টা আতিকুজ্জামান ছন্দ, বিশিষ্ট কবি ও সাহিত্য সংগঠক সৈয়দ আব্দুস সাদিক, বিশিষ্ট কবি ও সাহিত্যিক নুরুজ্জামান ফিরোজ, সাংবাদিক আব্দুল বারী, কবি ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আতিক হেলাল, সম্মিলিত লেখক ফোরামের সভাপতি আব্দুল­াহ সাইদ, সাংবাদিক ও সাহিত্যিক সোহেল আমিন বাবু, সম্মিলিত লেখক ফোরামের সাধারন সম্পাদক এমডি আসাদ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কামরুল আহসান মনি ও সাহিত্য বাড়ী সংস্কৃতিক পরিষদের সহ সভাপতি আব্দুল আওয়াল, বাংলাদেশী অনলাইন এফএম রেডিও জট্টিলের প্রোগ্রামিং ডিরেক্টর ও প্রত্যয় যুব সংঘের সভাপতি এস এম সুমন, সাধারন সম্পাদক তামজিদ বিশ্বাস তনু, সাহিত্য বাড়ি সংস্কৃতি পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুল টিপু, সাহিত্য বাড়ি সংস্কৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক জসিম উল­াহ আল হামিদ, ক্রীড়া সম্পাদক ডাবলু মীরসহ অন্যান্য অতিথিবৃন্দরা ও সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রিতা ফারিয়া রিচি।