কুষ্টিয়ায় আওয়ামীলীগের এক বর্তমান এমপিসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

0
1044

গড়াইনিউজ২৪.কম:: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার ৪টি আসন থেকে স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন দলের ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।আজ রোববার ২ ডিসেম্বর এদের মধ্যে মনোনয়নপত্র যাচাই বাছায়ে আওয়ামী লীগের এক বর্তমান এমপিসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। কুষ্টিয়া-১(দৌলতপুর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না থাকায় সাবেক এমপি আফাজ উদ্দিন আহমেদের মনোনয়ন বাতিল করা হয়।এছাড়া একই আসন থেকে ঋণ খেলাপীর দায়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ(বাদল গ্রুপ) এর প্রার্থী রেজাউল হক ও আয়কর রির্টান দাখিল না করায় মুসলীম লীগ প্রার্থী আব্দুল খালেক সরকার এর মনোনয়নপত্র বাতিল হয়েছে। অন্যদিকে কুষ্টিয়া ২(মিরপুর-ভেড়ামারা) আসনে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেয়ায় স্বতন্ত্র প্রার্থী উপজেলা জামায়াতের আমির আবদুল গফুর ও বশির আহমেদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা হয়। কুষ্টিয়া-৩ (সদর) আসনের সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে।
এছাড়া কুষ্টিয়া ৪(কুমারখালী-খোকসা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পাওয়ায় বর্তমান এমপি আব্দুর রউফ এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্যদিকে একই আসন থেকে ঋণ খেলাপীর দায়ে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মেহেদী হাসান, জাকের পার্টির তসির উদ্দিন ও সমাজতান্ত্রিক দল জাসদ প্রার্থী রোকনুজ্জামান রোকনের মনোনয়নপত্র বাতিল করা হয়। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই এর সময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ওবাইদুর রহমান,জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।জেলা রিটানিং অফিসার মোঃ আসলাম হোসেন জানান,বাছাইয়ে উত্তীর্ণ হওয়ার পরও কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে আগামী ৯ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।এই পর্বের পর ১০ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন।এর পর আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।