একাদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৪ আসনে ৩৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা

0
2239
কুষ্টিয়া-১ আসনে ৯জন, কুষ্টিয়া-২ আসনে ১২জন, কুষ্টিয়া-৩ আসনে ৭ জন, কুষ্টিয়া-৪ আসনে ৭ জন।

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: একাদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৪ আসনে মোট ৩৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া-১ আসনে ৯জন, কুষ্টিয়া-২ আসনে ১২জন, কুষ্টিয়া-৩ আসনে ৭ জন, কুষ্টিয়া-৪ আসনে ৭ জন।  বুধবার ছিলো মনোনয়ন পত্র জমাদেওয়ার শেষ দিন। স্ব-স্ব উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবং জেলা নির্বাচন কর্মকর্তার কাছে তারা এ মনোনয়ন পত্র জমা দেন।
কুষ্টিয়া-১ আসনে একাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হিসাবে ৯ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ আকম সরোয়ার জাহান বাদশা (আওয়ামীলীগ), রেজাউল হক চৌধুরী (স্বতন্ত্র), শরীফুল কবীর স্বপন (জাসদ, ইনু), আব্দুল খালেক সরকার (মুসলিমলীগ), আশরাফুল আলম (বিএনএফ), অধ্যক্ষ রেজাউল হক (স্বতন্ত্র), রেজা আহমেদ বাচ্চু মোল্লা (বিএনপি), শাহরিয়ার জামিল জুয়েল (জাতীয় পার্টি)।
কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এ আসনে মনোনয়ন জমা দিয়েছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, কমরেড আনোয়ার হোসেন বাবলু (সাম্যবাদী দল) সাইফুল ইসলাম (বিএনএফ), ওয়াহেদুজ্জামান পিন্টু (সিপিবি), আহসান হাবীব লিংকন (জাতীয় পার্টি জাফর), ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী (বিএনপি), ফরিদা ইয়াসমিন (বিএনপি), অধ্যাপক শহীদুল ইসলাম (স্বতন্ত্র), সোহাগ আলী (এনপি), মোজ্জাম্মেল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মারফত আলী মাস্টার (স্বতন্ত্র), আব্দুল গফুর (স্বতন্ত্র)।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ (আওয়ামীলীগ), অধ্যক্ষ সোহরাব উদ্দিন (বিএনপি), ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার (বিএনপি), শফিউর রহমান সফি (বাসদ), আশাদুল হক (বিএনএফ), ফরহাদ হোসাইন (স্বতন্ত্র)। নাফিজ আহমেদ খান টিটু (জাতীয় পার্টি)
কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সেলিম আলতাফ জর্জ (আওয়ামীলীগ), সৈয়দ মেহেদী আহম্মেদ রুমি (বিএনপি), নুরুল ইসলাম আনছার প্রামানিক (বিএনপি), রোকনুজ্জামান রোকন (জাসদ), আওলাদে পীরজাদা ইদ্রিস (বিএনএফ), মোহাম্মদ তছির উদ্দিন (এনপিপি)। সুমন আশরাফ (জাতীয় পার্টি)