ছাত্রলীগ কর্মী প্রমাণ দিন, বিচার করব: কাদের

0
1013

গড়াইনিউজ২৪.কম:: রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সাংবাদিকদের ওপর হামলায় ছাত্রলীগ কর্মীরা ছিলেন, এমন প্রমাণ দিলে বিচার করার আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ‘আপনি আমাকে বলেন ছাত্রলীগের কারা কারা জড়িত? আপনি আমাকে তালিকা দিন। এ ধরনের হামলায় এই লোকগুলো (অনুপ্রবেশকারী) তো জড়িত থাকতে পারে।’ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী স্কুল-কলেজের শিক্ষার্থীরা রবিবার রাস্তায় না নামলেও এদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নামে। তারা আগের দিনের সংঘর্ষ স্থল জিগাতলার দিকে যাওয়ার চেষ্টা করলে কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে বিকালের দিকে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় অবস্থান নেয়া বেশ কিছু শিক্ষার্থী আর সাংবাদিকদেরকে পিটুনি দেয় হেলমেটধারীরা। অভিযোগ উঠেছে, ছাত্রলীগের নেতা-কর্মীরাই হেলমেট পড়ে এই আক্রমণ করেছে। আগের দিন আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির ৩/এ সড়কের রাজনৈতিক কার্যালয়ে হামলার চেষ্টা হয়। ওই কার্যালয়ে চার জনকে হত্যা ও ধর্ষণের গুজব ছড়িয়ে এই উত্তেজনা ছড়ানো হয়। আর সেদিন শিক্ষার্থীদের পোশাক পরে বিএনপি-জামায়াত কর্মীরা এই আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ করা হয় দলের পক্ষ থেকে। সোমবার ধানমন্ডি কার্ালয়ে সংবাদ সম্মেলন করেন কাদের। এ সময় তাকে আগের দিনে হেলমেটধারীদের হামলা নিয়ে প্রশ্ন রাখেন সাংবাদিকরা। এ সময় তিনি উপরোক্ত কথা বলেন।  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এই মুহূর্তে কোনো শিক্ষার্থী নেই। এই আন্দোলনে অনুপ্রবেশ ঘটেছে। যখনই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদের উস্কানিমূলক বক্তব্যকে প্রকাশ্যে সমর্থন করেছেন তখনই এটা দিবালোকের মত সত্য হয়েছে যে আন্দোলনকে নিজেদের স্বার্থে ছাত্র-ছাত্রীদের অরাজনৈতিক আন্দোলনের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে নোংরা রাজনীতি করছে বিএনপি। সরকার হঠানোর আন্দোলন করছে এটা এখন।’ এ সময় একটি ছবি দেখিয়ে কাদের বলেন, ‘গতকালকের যে আন্দোলন এটা ছাত্র-ছাত্রীদের ছিল না। আমীর খসরু মাহমুদ চৌধুরীর আহ্বানটি সারা দেশে সিক্রেটলি প্রচার করেছে তারা। এ কারণে সারা দেশ থেকে বিএনপি-জামায়াতের ক্যাডাররা ঢাকায় আসে। ছাত্র-ছাত্রীর আন্দোলনে গতি পাচ্ছে না, তারা ঘরে ফিরে যাচ্ছে, সেই মুহূর্তে তাদের ক্যাডাররা অস্ত্র নিয়ে  আওয়ামী লীগ অফিস টার্গেট করে এসেছিল।’ ‘আমি বিশ্বাস করি না সাধারণ শিক্ষার্থীরা অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছে। কোমলমতি শিক্ষার্থীদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই আওয়ামী লীগের অফিসে হামলা করার কোনো এজেন্ডা নেই। এই এজেন্ডা তাদের, যারা এই আন্দোলনের উপর ভর করে তাদের রাজনৈতিক দাবা খেলায় মেতে উঠেছে।’ সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।