হানিফ ফ্লাইওভার থেকে ভাঙ্গা পর্যন্ত চার লেন হচ্ছে

0
3144

গড়াইনিউজ২৪: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হানিফ ফ্লাইওভার থেকে পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া হয়ে ভাঙ্গা পর্যন্ত চার লেন সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া মুন্সীগঞ্জের ছনবাড়ী থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত আরেকটি চার লেন সড়ক নির্মাণ হাতে নেওয়া হয়েছে। এ দুটি চারলেন সড়কের নির্মাণ কাজ শেষ হবে পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই। গতকাল বিকালে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল-বানারী বাজার এলাকায় বন্যাকবলিতদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার পক্ষ থেকে বন্যাদুর্গতদের ত্রাণ বিতরণ চলতে থাকবে। পানিবন্দি মানুষের জন্য সবকিছু করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী নদীভাঙনের শিকার এলাকার জন্য সবই করা হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লুত্ফর রহমান প্রমুখ।