আগামী দুই এক দিনের মধ্যেই বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর

0
1560

গড়াইনিউজ২৪.কম:: বৃষ্টির জন্য হাঁসফাঁস করতে থাকা মানুষদের জন্য স্বস্তির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। প্রখর সূর্যতাপের যন্ত্রণা থেকে সাময়িকের জন্য মানুষ মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছে তারা। আগামী দুই এক দিনের মধ্যেই বৃষ্টি হতে পারে। আর বৃষ্টি শুরু হলে থাকতে পারে একাধিক দিন। সূর্যের উত্তাপ কিছুটা কমে ‍এসে ‍আকাশের মেঘলা ভাব ‍এরই মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এরই মধ্যে বৃহস্পতিবার কিছুটা হলেও কমেছে তাপমাত্রা আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। ‍একই সাথে রাতের তাপমাত্রা  সামান্য কমতে পারে। ‍আগামী দুই ‍একদিনের মধ্যে তাপমাত্র কিছুটা কমবে ‍একই সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী ‍বৃহস্পতিবার দিনের বেলায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে সন্ধ্যায় তা কিছুটা কমে দাঁড়ায় ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুষ্টিয়া, টাঙ্গাইল অঞ্চলসহ রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রধসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। আর ৪৮ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে তাপমাত্রা কমে যেতে পারে। আর পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। বর্তমানে রাজশাহী, পাবনা, রংপুর, রাঙ্গামাটি, চাঁদপুর নোয়াখালী ও কক্সবাজার অঞ্চলসহ ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি হলেও এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।