নরসিংদীর বেলাব উপজেলায় জনবলের অভাবে খাদ্য গুদামের কার্যক্রম স্থগিত!

0
1806

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম::  জনবলের অভাবে ব্যাহত হচ্ছে বেলাব উপজেলার খাদ্যগুদামের কার্যক্রম। প্রেষনের মাধ্যমে জনবল দিয়ে কোনরকমে দিন যাচ্ছে খুড়িয়ে খুড়িয়ে। ভবন থাকলেও রয়েছে প্রয়োজনীয় জনবলের অভাব। দীর্ঘ দিন ধরে ধার করা কর্মকর্তা ও কর্মচারী দিয়ে নানা সমস্যা মাথায় নিয়ে কোন রকমে চলছে উপজেলা খাদ্য গুদাম। উপজেলার একমাত্র খাদ্য গুদামের জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই স্থায়ী ভাবে কোন কর্মকর্তা কর্মচারী নিয়োগ না দেয়ায় এদের নাগাল পাওয়া যাচ্ছেনা। অন্যদিকে প্রেষনে জেলার বিভিন্ন খাদ্য গুদামের কর্মকর্তা ও কর্মচারী দিয়ে গুরুত্বপূর্ন এ অফিসের কার্যক্রম পরিচালনা করার জন্য সৃষ্টি হচ্ছে নানা সমস্যার। উপজেলা খাদ্য গুদাম সূত্রে জানা যায়, কৃষি অধ্যুষিত বেলাব উপজেলার দুই হাজার মেট্রিক টন ধারন ক্ষমতা সম্পূর্ন গুদামের প্রয়োজন হলেও এখানে রয়েছে খাদ্য অধিদপ্তরের পাঁচশ মেট্রিক টন ধারন ক্ষমতার একটি গুদাম ও আড়াইশ মেট্রিক টন ধারন ক্ষমতা সম্পূর্ন স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের আরেকটি অকেজো হাওলাত করা গুদাম। জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গুদামটি বর্তমানে অকেজো। এ গুদামে খাদ্য মজুত করা অনুপযোগী। অথচ প্রায় এক একর জমির উপর প্রতিষ্ঠিত খাদ্য গুদাম এলাকায় নতুন গুদামের ভবন তৈরী করার জন্য রয়েছে পর্যাপ্ত খালি জায়গা। এলাকাবাসী মনে করেন, চার লক্ষ লোক অধ্যুষিত কৃষি প্রদান এ এলাকার যে গুদাম রয়েছে তা যথেষ্ট নয়। তাছাড়া এখানে স্থায়ী ভাবে খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা নেই প্রতিষ্ঠা লগ্ন থেকে। ৩/৪ জন দারোয়ান থাকার স্থলে রয়েছে মাত্র ১ জন দারোয়ান। তাও আবার পলাশ উপজেলায় নিয়োগ পাওয়া দারোয়ান প্রেষনে ডিউটি করেন বেলাবতে। নরসিংদী সদর খাদ্য গুদামে নিয়োগ পাওয়া খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ডলি আক্তার প্রেষনে দায়িত্ব পালন করছেন বেলাবতে। সংশ্লিষ্টদের মতে এখানে জরুরী ভিত্তিতে দুই হাজার মেট্রেক টন ধারণ ক্ষমতা সম্পূর্ন আরেকটি গুদাম স্থাপন সহ স্থায়ী ভাবে জনবল নিয়োগ দেয়া প্রয়োজন। এ ব্যাপারে বেলাব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ সাব্বির আহমেদ হাওলাত করা কর্মকর্তা কর্মচারী দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম চালানোর কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে আমাদের কিছুই করার নেই। জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুজা আলম খাদ্য গুদামের প্রয়োজনীয়তা অনুভব করে নতুন আরেকটি গুদাম তৈরীর কথা স্বীকার করে বলেন, স্থায়ী ভাবে জনবল নিয়োগ দেয়ার ব্যাপারটি মন্ত্রনালয়ের ব্যাপার। এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই।