ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা, গড়াইনিউজ২৪.কম:: বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির আয়োজনে ঈশ্বরদীর ময়েজ উদ্দিন কৃষি খামার আড়কান্দিতে ৭৪টি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে গতকাল বুধবার দুপুরে স্কুল কৃষি কার্যক্রমের অংশ হিসেবে পেঁয়াজ রোপন উদ্বোধন হয়েছে। উক্ত স্কুল কৃষি কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক রেখা রাণী বালো। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কমকর্তা ইঞ্জিনিয়ার মোঃ শাকিল মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেখা রাণী বালোর পতি মনোজ কুমার, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মোঃ মকলেছুর রহমান মিন্টু, মূলাডুলি ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম মালিথা, বাংলাদেশ আওয়ামীলীগ ঈশ্বরদী পৌর শাখার সাধারন সম্পাদক মোঃ ইসাহক আলী মালিথা ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রওশন জামাল। স্কুল কৃষির আয়োজন করেন উপজেলা পরিষদ ও বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সভাপতি ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ। আরও বক্তব্য রাখেন কৃষক মুরাদ আলী মালিথা। অনুষ্ঠানে সঞ্চালন করেন বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সাধারন সম্পাদক আব্দুল জলির কিতাব মন্ডল।
বক্তারা বলেন, এদেশের কৃষকেরা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার কারণে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে কৃষি পণ্য রপ্তানী করছেন। কৃষি কাজ করে কৃষকের কোন লাভ না হলেও বিদেশ থেকে কৃষি পণ্য আমদানী করতে হচ্ছেনা। আমরা কৃষকের ছেলে ভোর বেলা ঘুম থেকে উঠে কৃষক মাঠে হাল লাঙ্গল নিয়ে কাজে বেড়িয়ে যায়। কৃষক শুধু তাদের ভাগ্যের পরিবর্তন নয়, দেশের খাদ্য ঘাটতি পূরণে সব সময় কাজ করে থাকেন। কঠোর পরিশ্রম করে বেকারত্বকে দু-হাতে পিছে ঠেলে দিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের দেশের কৃষক। তারা আরও বলেন, কৃষি কাজ করতে রাসায়নিক সার ও কীটনাষকের প্রয়োজন হয়। দেশি বিদেশি কীটনাষক কোম্পানীগুলো সরকারি নীতিমালা অমান্য করে চড়া মূল্যে কৃষকদের কাছে বিক্রি করে আসছেন। ১৩’শ টাকা মূল্য লেখা কীটনাষক কৃষক ভেদে ৪’শ, ৬’শ এমনকি ৭’শ ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বক্তারা বলেন, বাংলাদেশে এই প্রথম স্কুলের শিক্ষার্থীদের নিয়ে স্কুল কৃষি নামের কার্যক্রমের উদ্বোধন হলো। এই শিক্ষার্থীরাই একদিন দেশ পরিচালনা করবে। শিক্ষিত কৃষক হলে দেশ আরও একধাপ এগিয়ে যাবে। এই প্রত্যয় নিয়ে স্কুল কৃষি কার্যক্রম চালু করা হলো। এর আগে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক রেখা রাণী বালো।