এস.এম সুমন: কুষ্টিয়ায় র্যাবের বিশেষ অভিযানে মাদক সম্রাজ্ঞী অস্ত্র ও একাধিক মামলার আসামী কামিনী ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার হয়েছে। গতকাল রাত আনুমানিক ২:৩০ মিনিটের সময় শহরের চৌড়হাস ফুলতলা কামিনীর নিজ বাসায় র্যাব অভিযান করে গ্রেফতার করে তাকে। র্যাব জানায়, কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকায় একদল মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জে হেড কোয়ার্টারের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর গাফফারুজ্জামানের নেতৃত্বে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এডিশনাল এএসসি কাশেম হোসেনের সহযোগিতায় র্যাবের একটি বিশেষ অভিযানিক দল চৌড়হাস ফুলতলার মাদক সম্রাজ্ঞী কামিনীর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে আসামী কামিনীকে ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেন। জানা যায়, মাদক সম্রাজ্ঞী কামিনী দীর্ঘ দিন যাবত ফেন্সিডিলের পাইকারী এবং খুচরা দরে ব্যবসা পরিচালনা করে আসছে। কামিনীর বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ প্রায় ২ ডজন মামলা রয়েছে। এ ব্যাপারে র্যাব-১২ সিরাজগঞ্জ হেডকোয়ার্টারের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর গাফফারুজ্জামান বলেন, মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে। মাদক ও সন্ত্রাস র্যাবের হাত থেকে ছাড় পাবেনা। সে যে কেউই হোকনা কেনও তাকে আইনের আওতায় আনা হবে।
Kushtia
clear sky
20.8
°
C
20.8
°
20.8
°
32%
0.5kmh
0%
Wed
33
°
Thu
34
°
Fri
35
°
Sat
33
°
Sun
30
°