আজ টুঙ্গিপাড়া যাচ্ছে আ.লীগের নতুন কমিটি

0
1958
ফাইল ছবি

গড়াইনিউজ২৪.কম:: সরকারি দল আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন। তাদের নেতৃত্ব দেবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানানো শেষে দলের নতুন কমিটির প্রথম বৈঠক টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হবে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবারই টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন। অন্যান্য নেতারা আজ সকালের মধ্যে টুঙ্গিপাড়ায় পৌঁছবেন। সরকারি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স হেলিপ্যাডে নেমে প্রধানমন্ত্রী সরাসরি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে যাবেন এবং পুষ্পস্তবক দিয়ে এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানাবেন। পরে তিনি ফাতেহা পাঠ করবেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের অন্য শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আয়োজিত বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করবেন। বেলা দুইটায় টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের উপদেষ্টামণ্ডলী এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক যৌথ সভায় সভাপতিত্ব করবেন। গত ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত ২০তম জাতীয় কাউন্সিলে শেখ হাসিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় অষ্টমবারের মতো আওয়ামী লীগের সভাপতি পুনঃনির্বাচিত হন। অন্যদিকে, ওবায়দুল কাদের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।  রবিবার আওয়ামী লীগের নতুন কমিটির নেতাদের টুঙ্গিপাড়ায় যাওয়ার কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে এই কর্মসূচি পেছানো হয়।