১০ টাকার চাল নিয়ে চলছে হরিলুট: খালেদা জিয়া

0
1875

গড়াইনিউজ২৪.কম :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন, হতদরিদ্রদের নামে বরাদ্দ করা ১০ টাকা কেজি দরের চাল সারাদেশে আওয়ামী লীগের স্বচ্ছল লোকেরা লুটেপুটে খাওয়ার সংবাদে আমরা লজ্জিত ও স্তম্ভিত। এতে চলছে হরিলুট। গরীবেরা বঞ্চিত হচ্ছে।

বৃহস্পতিবার এক টুইটার বার্তায় বেগম খালেদা জিয়া বলেন, আমরা সরকার পরিচালনার সময়ে মোটা চালের দর ২০০৭ সাল পর্যন্ত কেজিপ্রতি ১৪/১৫ টাকায় সীমিত রেখেছি। কখনো একটু দাম বাড়লে বা অনটনের সময়ে আমরা হতদরিদ্রদের জন্য বিনামূল্যে খয়রাতি সাহায্যের পাশাপাশি কম দামে চাল খোলাবাজার বিক্রি বা ওএমএস চালু করেছি। তাতে গরীবরা ৫ কেজি পর্যন্ত চাল কমদামে কিনতে পারতো। এখন শুধু কার্ডধারীদের জন্য ১০ টাকা কেজিতে চাল দেয়ার নিয়ম করে সেই কার্ড শাসক দলের স্বচ্ছল লোকদের হাতে তুলে দেয়া হয়েছে। এতে চলছে হরিলুট। গরীবেরা বঞ্চিত হচ্ছে।
তিনি বলেন, গরীবের মুখের গ্রাস এভাবে কেড়ে নিয়ে লুটে খাওয়ার সুবিধা বিনাভোটের সরকার করে দিয়েছে। আমরা নিন্দা জানাই।