কুষ্টিয়ায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
2221

নিজস্ব প্রতিবেদক :: কুষ্টিয়ায় নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী কুষ্টিয়ার গড়াই নদীর রেনউইক বাঁধ থেকে ঘোড়াই ঘাট পর্যন্ত এই নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন আয়োজিত এই নৌকা বাইচের উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো, জহির রায়হান। এসময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব উল ফেরদৌস, পুলিশ সুুপার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিও সভাপতি হাজী রবিউল ইসলাম, পরিচালক এসএম কাদেরী শাকিল, বড় বাজার ব্যাবসায়ী সভাপতি সভাপতি মোকাররম হোসেন মোয়াজ্জেম, কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপন, এ্যাড. গালিব, এাড. নিজামুল হক চুন্নু, বাবু সহ সামাজিক ও রাজনৈতিক নের্তবৃন্দ উপস্থিত ছিলেন।  এসময় রেনউইক বাধ থেকে ঘোড়াই ঘাট পর্যন্ত লোকে লোকারন্যে পরিনত হয়। নৌকাবাইচ উপভোগ করতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপভোগ করেন। নৌকাবাইচ উপভোগ করতে আসা কোহিনুর, সজীব, হাবিব নামের কয়েকজন তরুন জানান, আজ নৌকা বাইচ খেলা দেখতে কুষ্টিয়া গড়াই নদীর দুই পাশে হাজার হাজার মানুষের ভিড়। এই মানুষের ভিড়ে আসলে যেন প্রকৃত বাঙালীর সাধটা ফিরে আসে আমাদের মাঝে। আজ ধনী, গরিব হিন্দু, মুসলমান, ছেলে মেয়ে সবাই যেন এক কাতারে একসাথে মিলিত হয়েছে। আমি নৌকাবাইচের থেকে বেশি উপভোগ করছি মানুষের মিলনমেলা দেখে। এদিকে আয়োজক সুত্রে জানা গেছে শুক্রবার ১০টি নৌকার বাইচ হয়েছে। বাকী ৮টি নৌকার বাইচ হবে আজকে। এরপর বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।