নেইমারের জন্য ১৯০ মিলিয়ন ইউরো পিএসজির!

0
2667

গড়াইনিউজ ডেস্ক::দল গড়তে বিলিয়ন ডলার খরচ করছে ইউরোপের জায়ন্ট ক্লাবগুলো। দল বদলে হচ্ছে একের পর এক রের্ড। চলতি জুনের উইন্ডোজে জুভেন্টাস থেকে ১১০ মিলিয়ন ইউরোতে ফরাসী মিডফিল্ডার পপ পগবাকে দলে আনে ম্যানচেস্টার ইউনাইটেড। ফুটবল ইতিহাসে যা সর্বোচ্চ ট্রান্সফারের রেকর্ড।পগবা পিছন ফেলে দেন মেসি, রোনালদো এবং গ্যারেথ বেলের মতো ফুটবলারকে। কিন্তু পগবার এই রেকর্ড কতদিন টিকে সেটাই প্রশ্ন। কারণ পগবার পিছনে ১১০ মিলিয়ন খরচ হলে মেসি, রোনালদোদের কিনতে ১৫০ মিলিয়ন খরচ হবে না কেন? হতেই পারে। এই যেমন বার্সেলোনার ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে দলে আনতে ১৯০ মিলিয়ন ইউরোও খরচ করতে প্রস্তুত ফরাসী জায়ন্ট পিএসজি। এমনটাই দাবি করেছেন নেইমারের এজেন্ট ওয়েগনার রিবেরিও। তিনি বলেন,‘নেইমারকে পেতে ১৯০ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত পিএসজি। দুই ঘণ্টা ধরে এ বিষয়ে তাদের কথা বলেছি। নেইমারও বেশ আগ্রহী। পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাফি  জানিয়েছেন সেখানে কর ইস্যু নিয়ে কোনোরকম ঝামেলা হবে না।’