শরীয়তপুর গোসাইরহাট উপজেলায় ৬০কেজি জালসহ ৩ জেলে নৌকা আটক

0
2315

 

আবু রায়হান (বর্ষন),শরীয়তপুর প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: গত ১২অক্টোবর থেকে শুরু হয়েছে প্রধান প্রজনন মা ইলিশ অভিযান এ সময় সারা দেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাত, ক্রয় ও বিক্রয় সম্পূর্ন রুপে দন্ডনীয় অপরাধ। অভিযান উপলক্ষ্যে নদী গুলোতে চলছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। তার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন উপজেলা মৎস্য কর্মকর্তাবৃন্দ, পুলিশ বাহিনী, কোস্ট গার্ডরা। তাই গতকাল ১৮অক্টোবর রোজ মঙ্গলবারের অভিযানে গোসাইরহাট উপজেলা মৎস্য ককর্মকর্তা আব্দুস সামাদ এর নেত্রীতে ৬০কেজি কারেনজাল ৩টি জেলে নৌকা আটক করেছে গোসাইরহাট থানার এস.আই. জলিল।এ সময় আরো উপস্থিত ছিলেন,অভিযান অফিসার ও মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, সহকারী মৎস্য কর্মকর্তা আল-মামুন এবং গড়াইনিউজ২৪ এর শরীয়তপুর জেলা প্রতিনিধি আবু রায়হান (বর্ষন) সহ পুলিশ বাহীনির সদস্যরা। অভিযানে প্রায় ২০কেজি ইলিশ জব্দ করে,পরে সেগুলো গরীব ও এতিমদের মধ্যে বিলিয়ে দেয়া হয়। অভিযান শেষে আটক ক্রিত কারেন জাল গুলো পুড়িয়ে দেয়া হয়। আগামী ০২নভেম্বর পর্যন্ত এ অভিযান চলবে, উল্লেখ যে আইন অমান্যকারীকে ১বছর থেকে সর্বোচ্চ ২বছর পর্যন্ত সশ্রম কারাদন্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা যাবে।