সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত!

0
54

মোঃ শাহিনুর রহমান শাহিন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:: আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২। দিবসটি উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। বেলুন উড়িয়ে রালির উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রেজা রশিদ। র‌্যালিটি সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা শিল্প একাডেমীতে যেয়ে শেষ হয়। প্রশাসনের কর্মকর্তা, কর্মচারিসহ র‌্যালিতে বিভিন্ন শিক্সা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। র‌্যালিতে অংশ নেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম দ্দিন আহমেদ, মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত কুমার সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স.ম কাইয়ুম, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক কে.এম মাহাবুব কবির, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্রালয়ের প্রধান শিক্ষক সমরেশ দাশ প্রমুখ। সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক কে.এম মাহাবুব কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীর। অন্যদের মধ্যে মক্তব্য দেনর সড়ক ও জনপথ অধিদপ্তরের সাতক্ষীরা শাখার নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, প্রতি বছর যেভাবে সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে তা বিষ্ময়কর। এসব দুর্ঘটনায় মাপরা যাওয়া লোকজনের সংসার নষ্ট হয়ে যাচ্ছে। তাই দুর্ঘটনা এড়াতে মোটরযান আইন, ট্রাফিক সাইন এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলতে হবে।