কুষ্টিয়ার দৌলতপুরে চরসাদিপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে চুরির অভিযোগ!

0
53

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব চরসাদিপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে চুরির অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন এর চরসাদিপুর গ্রামের সাইদুর রহমান এর পুত্র মোঃ মমিনুর রহমান(৪৬) এর পরিবারের সাথে জমিজমা সক্রান্ত্র বিরোধ চলছিলো মৃত নায়েব উদ্দীন মালিথা দুই পুত্র মোঃ সাহাজুল ইসলাম ও মোঃ শফিউল ইসলাম শফির সাথে। এর বিরোধে গত ১২ই অক্টোবর মমিনুর এর নাতির উপর হামলা করে। এই শেষ না গতকাল জমিজমা সিমানা নির্ধারণে পূর্ব শত্রæতার জেরে মমিনুরের বাড়ির দক্ষিণ দিকের মেহগনি গাছ দিয়ে ঘরের ছাদে উঠে। ছাদের উপর থেকে সিসি ক্যামেরা উপর দিকে ঘুরিয়ে দিয়ে টিউবওয়েল ও বাথরুমের পাশ দিয়ে নিচে নেমে বাড়ির ভিতরে প্রবেশ করে মোঃ সাহাজুল ইসলাম ও মোঃ শফিউল ইসলাম শফি। বাড়িতে ঢোকার আগে দরজার লক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মমিনুর এর মেয়েকে খুন করার উদ্দেশ্য। কিন্তু মেয়ে অন্য ঘরে তার ছোট বোন এর ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিল। দুষ্কৃতকারীরা ভিতরে প্রবেশ করে ঘরের দরজা খোলা পাই সেখানে আলমারিতে ঢাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। আনুুমানিক চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। সকালে সবাই ঘুম থেকে উঠলে সবার ঘরে দরজা খুলতে দুইটা রুমের দরজা খোলা পাই। তখনই তারা তাদের আত্মীয় স্বজনকে ডাকাডাকি করে ঘটনাটি সবাইকে বলে। পূর্ব শত্রæতার জেরে সাহাজুল ও শফিউল আমাদেরকে মেরে ফেলার উদ্দেশ্যে এসেছিল এবং ঘরে ঢুকে নগদ টাকা ও গহনা নিয়ে চলে যায়। এমতাবস্থায় আমাদের আত্মীয়-স্বজন দেখে পরামর্শ দেন থানায় এজাহার করতে। এ ব্যাপারে দুইজনকে আসামী করে ১.মোঃ সাহাজুল ইসলাম ২.মোঃ শফিউল ইসলাম শফি উভয় পিতা: মৃত নায়েব উদ্দীন মালিথা, সাং- চরসাদিপুর কে মমিনুর বাদি হয়ে অভিযোগ করেন। এ ব্যাপারে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ বলেন, আমি ঘটনা শুনেছি অভিযোগ পেয়েছি চুরির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।