ঈশ্বরদীতে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ!

0
93

মোঃ ইমরান হোসেন লিংকন, ঈশ্বরদী প্রতিনিধি: পাবনা ঈশ্বরদী উপজেলার দাশুড়ীয়া আথাইশিমুল গ্রামের ৭ শ মিটার রাস্তার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের উপর। ইতি মধ্যেই পুন:সংস্কারের দাবীতে জেলা প্রকৌশলী স্থানীয় সরকার ঢাকা ও জেলা প্রশাসক পাবনাকে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসীরা। এ ব্যাপারে পাবনা এলজিইডি অফিসের নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নবীউল ইসলামের সঙ্গে অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করতে গেলে তাদের অফিসে পাওয়া যায়নি। সরজমিনে ঘটনাস্থলে গেলে ভুক্তভোগীরা বলেন এই রাস্তা দিয়ে প্রতিদিন ৩থেকে ৫ টি গ্রামের মানুষের যাতায়াত এবং সবজি চাষীরা ভ্যান যোগে এই রাস্তা দিয়েই প্রতিদিন চলাচল করে থাকে। পাবনা এলজিইডি অফিস সুএে জানা যায় ২০২২/২৩ অর্থ বছর ঈশ্বরদী যদি উপজেলা দাশুড়িয়া আথাইশিমুল গ্রামের রাস্তা পাকা করনের জন্য বরাদ্দ দেওয়া হয় ৬২ লক্ষ ৭১ হাজার ৭ শত ২০ টাকা। আর এই কাজ পায় মোজাহার এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠান। এই দিকে সিডিউলে উল্লেখিত মুন্সিদপুর শফিক মিল হতে আথাইশিমুল রমজানের বাড়ি পর্যন্ত ৭ শত মিটার রাস্তার কাজ সম্পূর্ণ করা হয়েছে। এই ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান কয়টার সৈকতের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তাকে ফোনে পাওয়া যায়নি। একটি নির্ভরযোগ্য ছোট থেকে জানা যায় এলজিডি অফিসের কিছু অসাধু কর্মকর্তা ঠিকাদারের কাছ থেকে বাড়তি সুবিধা নিয়ে এই অনিয়ম চালিয়ে যাচ্ছে দেখার কেউ নেই।