‘জঙ্গিবিরোধী অভিযানের সমালোচকদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন আইজিপির’

0
2105
গড়াইনিউজ২৪.কম: কল‌্যাণপুরে ‘তাজ মঞ্জিলে’ অভিযানে জঙ্গি হতাহতের ঘটনার সমালোচনাকারীদের দেশপ্রেম নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পুলিশ প্রধান শহিদুল হক। পুলিশের কর্মকাণ্ডের সমালোচনাকারীদের ‘জঙ্গি সমর্থক’ বলেও মন্তব‌্য করেন শহিদুল হক। তিনি বলেন, ‘নেপথ্যে আপনি (সমালোচনাকারীরা) সন্ত্রাসী জঙ্গিদের সমর্থন করছেন। এরা জঙ্গিদের সার্পোট করে। এরা চায় জঙ্গিরা অপতৎপরতা করুক, সরকার বিপাকে থাক।’ শুক্রবার মিরপুর সরকারি বাংলা কলেজে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সমাবেশে এসব কথা বলেন তিনি। আইজিপি বলেন, ‘আমরা কি চাই? বাংলাদেশ পাকিস্তান হোক? চাই না বিধায় আমরা সচেতন হয়েছি, রুখে দাঁড়িয়েছি। তিনি বলেন, তারপরও একটি মহল পুলিশের কর্মকাণ্ডকে বিতর্কতি করছে বক্তব‌্যের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, ইউটিউব-ফেইসবুকের মাধ্যমে। নানাভবে দেশের কর্মকাণ্ডকে বিতর্কিত করছে। তিনি আরো বলেন, ‘এই জঙ্গিদের আদর করবো? ওর কাছে গেলেতো গুলি করবে। গ্রেনেড মেরে আমাদের মেরে ফেলবে। সেখানে যদি যুদ্ধ হয়, এনকাউন্টার হয়, মারা যায়। এখানে যদি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করেন, আপনার মধ্যে দেশ প্রেম আছে?’ উল্লেখ্য, গত ২৫ জুলাই ‘জাহাজ বিল্ডিং’ নামে পরিচিত ছয়তলা ওই ভবনে সন্দেহভাজন জঙ্গিদের আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলে। পরদিন ভোরে সোয়াট সদস্যদের বিশেষ অভিযানে নিহত হন সন্দেহভাজন নয় জঙ্গি। পালিয়ে যাওয়ার সময় হাসান নামে আরেক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়।  এনকাউন্টারের সমালোচনাকারীদের ‘শুভ বুদ্ধির’ উদয় হবে বলেও আশা প্রকাশ করেন পুলিশের মহাপরিদর্শক